মাথায় আঘাত পেলে চোখে তারা দেখি কেন?

জিআইএফ: সংগৃহীত

এই তারা দেখার ব্যাপারটা চোখ বা মস্তিষ্কের কোনো ক্ষতির কারণে ঘটে না। অবশ্য মাথার আঘাত গুরুতর হলে বা মাথা ফেটে গেলে ক্ষতি তো হতেই পারে। কিন্তু হঠাৎ মাথায় আঘাত লাগলে, অন্য ক্ষতি না হলেও চোখে যে তারা দেখি, তাতে সন্দেহ নেই। আমরা অনেক সময় বলি, শর্ষে ফুল দেখি। ব্যাপারটা একই।

ছবি: সংগৃহীত

চোখের ভেতর, চোখের মণির পেছনের অংশে ভিট্রিয়াস জেল নামের স্বচ্ছ, রংবিহীন জেলির মতো ঘন বস্তু থাকে। এই ভিট্রিয়াস চোখের রেটিনার সঙ্গে লেগে থাকে। রেটিনার কাজ হলো, আমরা চোখে যা দেখি, তার সংকেত মস্তিষ্কে পাঠানো। চোখের মণির (লেন্স) মধ্য দিয়ে বাইরের দৃশ্যের রং, উজ্জ্বলতা প্রভৃতি সম্পর্কে তথ্য বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে রেটিনা থেকে মস্তিষ্কে যায়। তখনই আমরা সেই দৃশ্য দেখি।

মাথায় আঘাত পেলে দেখার এই স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আঘাতের ফলে ভিট্রিয়াস জেলসহ রেটিনা ঝাঁকুনি খায়। এর ফলে এক ধরনের উল্টাপাল্টা সংকেত যায় মস্তিষ্কে। এটাই হলো চোখে তারা বা শর্ষে ফুল দেখার কারণ।

জিআইএফ: সংগৃহীত

ভিট্রিয়াস যখন রেটিনায় আঘাত করে, তখন তা সামান্য কুঞ্চিত হয়। এর ফলে দেখার কাজে বাধা সৃষ্টি হয় বটে, কিন্তু কোনো ব্যথা লাগে না, কারণ রেটিনায় ব্যথা অনুভবের কোনো তন্তু নেই। আঘাতের কারণে মাথায় ব্যথা লাগে, কিন্তু চোখের ভেতরে যে ওলটপালট হয়, তার অনুভূতির প্রকাশ ঘটে ওই তারা দেখার মাধ্যমে।