ম্যারাডোনাকে সংগীতশিল্পী ম্যাডোনা ভেবে শোক প্রকাশ

অনেক টুইটার ব্যবহারকারী ম্যারাডোনার নামের সঙ্গে মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনাকে গুলিয়ে ফেলেছেন

কথায় বলে, ‘নামে কীবা আসে–যায়?’

অনেক কিছুর বেলায় হয়তো আসে–যায় না। তবে কিছু কিছু ব্যাপারে মাঝেমধ্যে আদতেই অনেক কিছু আসে–যায়। এবার যেমন ম্যারাডোনা আর ম্যাডোনার নাম নিয়ে হয়ে গেল চূড়ান্ত বিভ্রান্তি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন ভক্তরা। তবে অস্ট্রেলিয়ায় এক লাখেরও বেশি টুইটার ব্যবহারকারী ম্যারাডোনার নামের সঙ্গে মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনাকে গুলিয়ে ফেলেছেন। আবেগতাড়িত হয়ে টুইটারে লিখেছেন, ‘বিদায়, ম্যাডোনা!’

২৫ নভেম্বর চিরকালের মতো বিদায় নিলেন ডিয়েগো ম্যারাডোনা। পরদিন, অর্থাৎ ২৬ নভেম্বর সকাল থেকেই হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঝড় ওঠে—সংগীতশিল্পী ম্যাডোনার মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার বেশ বড়সংখ্যক টুইটার ব্যবহারকারী মূলত এই ভুল করেন। ম্যারাডোনাকে ম্যাডোনা ভেবে শোকবার্তা লিখে টুইট করেন তাঁরা। এমনকি শোকবার্তায় ম্যাডোনার ছবিও জুড়ে দেন অনেকে। একপর্যায়ে এমন পোস্টের সংখ্যা লাখের ঘর ছাড়িয়ে যায়। ফলে সেটি টুইটারের ট্রেন্ডিং (টুইটারে সর্বাধিক আলোচিত বিষয়) তালিকাতেও উঠে আসে।

ম্যাডোনার মৃত্যু ভেবে এক ভক্ত লিখেছেন, ‘রেস্ট ইন পিস ম্যাডোনা, এক সত্যিকারের কিংবদন্তি।’

আরেক ভক্ত আবেগাপ্লুত হয়ে পোস্ট করেছেন, ‘...পপসংগীতের একজন অগ্রদূত। তাঁর “লাইক আ প্রেয়ার” গানটি আমার দারুণ পছন্দ। রেস্ট ইন পিস।’

এমনকি টুইটার স্বীকৃত (ভেরিফায়েড) এক ব্যবহারকারীও গুজবে গা ভাসিয়ে লিখে বসেছেন, ‘ম্যাডোনা এখন থেকে প্রিন্স ও মাইকেল জ্যাকসনের সঙ্গে অনন্তকালের জন্য ওপারে কনসার্ট করবেন। দ্য বিগ থ্রি, এক ছাদের নিচে।’

এ বিষয়ে সংগীতশিল্পী ম্যাডোনা কী বলছেন? টুইটারে তাঁর অ্যাকাউন্টে ঢুঁ মেরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত কোনো সংবাদমাধ্যমেও কিছু বলেননি।

সূত্র: ডেইলি মেইল