যে কারণে ভেনিসে না গিয়ে পর্যটকেরা ঢাকার খালগুলো দেখতে আসবে

রাজধানী ঢাকার সব খাল উদ্ধার করা হলে পর্যটকেরা ইতালির ভেনিসে ঘুরতে যাওয়ার বদলে ঢাকায় ঘুরতে আসবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। ২৫ জানুয়ারি দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বছিলা এলাকায় লাউতলা খালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর কথায় আমাদের চোখ খুলে গেছে! সত্যি বলতে এভাবে তো আমরা ভেবে দেখিনি। কী দরকার গাঁটের পয়সা খরচ করে ইউরোপের ভেনিসে গিয়ে খাল দেখে আসার, কী দরকার ওসব খালে নৌকায় করে ঘুরে বেড়ানোর! কারণ, আমাদের হাতের কাছেই আছে ঢাকা, আর ঢাকায় আছে অসংখ্য খাল। আসুন, দেখে নেওয়া যাক ইতালির ভেনিস ও ঢাকার খালগুলোর তুলনামূলক কয়েকটি ছবি...

১.

ভেনিসের খালের পাশে আছে স্থাপনা, ঢাকার তেলঘাট এলাকার খালটির দুপাশে গড়ে উঠেছে দালান
ছবি: পেক্সেলস ও দীপু মালাকার

২.

ভেনিসের খালে সবুজ পানি, ধোলাইখালেও সবুজ পানি
ছবি: পেক্সেলস ও প্রথম আলো

৩.

ভেনিসের খালে নৌকা, বুড়িগঙ্গার মুখে ঢাকার একটি খালেও বেধে রাখা খেয়ানৌকা
ছবি: পেক্সেলস ও প্রথম আলো

৪.

ভেনিসের খাল ও নিচে নুরেরচালা মসজিদ সড়কের পূরবী প্রাঙ্গণ এলাকার দৃশ্য
ছবি: পেক্সেলস ও প্রথম আলো

৫.

ভেনিসের খাল ও আমাদের কুতুবখালী খাল
ছবি: পেক্সেলস ও প্রথম আলো

৬.

ভেনিসের খালের ওপর সেতু, নিচে কালীগঞ্জের জোড়া ব্রিজ এলাকার খাল
ছবি: পেক্সেলস ও দীপু মালাকার