রাঁধে ঠিকই, তবে বাঁধার মতো চুল নেই

দুটি রোবোটিক বাহুর সাহায্যে কাজ করে রোবটটি
সংগৃহীত

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। কিন্তু রোবটটির মাথায় যে খানিকটা চুল লাগিয়ে দেবেন, তা বেমালুম ভুলে গেছেন নির্মাতারা।

ঘটনা হলো যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এক রোবট নির্মাতা প্রতিষ্ঠান এমন রোবট বানিয়েছে যে, যেটি শুধু রাঁধবেই না, খাওয়াদাওয়া শেষে থালাবাসনও ধুয়ে রাখবে। অর্থাৎ রান্নাঘরে দায়িত্ব অনেকটাই রোবটের কাঁধে চাপিয়ে দেওয়া যাবে। কেবল একটি বোতাম চাপলে হাজার পাঁচেক রেসিপি থেকে তৈরি করে পরিবেশন করবে খাবার। দাম অবশ্য একদম কম নয়। গড়ে একটি বাড়ির খরচ কেবল রান্নাঘরের পেছনে চলে যাবে।

নাম দেওয়া হয়েছে ‘দ্য মলি কিচেন রোবট’। সেটি রেস্তোরাঁর মতো করেই খাবার তৈরি করতে পারে বলে জানিয়েছেন এর উদ্ভাবক রুশ গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী মার্ক ওলেনিক। তিনি জার্মান রোবট তৈরির প্রতিষ্ঠান শাঙ্কের সঙ্গে যৌথভাবে তৈরি করেছেন সেটি। রোবটটি তৈরিতে এর পাশাপাশি সাহায্য নেওয়া হয়েছে টিম অ্যান্ডারসনের। ২০১১ সালে বিবিসি মাস্টারশেফের বিজয়ী তিনি।

দুবাইয়ের গালফ তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে রোবটটি উন্মোচন করা হয়। কাজ করে দুটি রোবোটিক বাহুর সাহায্যে। প্রায় ২ লাখ ৪৮ হাজার ব্রিটিশ পাউন্ড দাম হওয়া সত্ত্বেও ১ হাজার ২০৫ জন মানুষ সেটি কেনার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন বলে জানান ওলেনিক। আর ভবিষ্যতে তুলনামূলক কম দামি সংস্করণ বাজারে আনার ইঙ্গিতও দিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান