রোমান্টিক জিজ্ঞাসা, শৈল্পিক উত্তর

পদ্মা নদীর মাঝি উপন্যাসের নায়িকা কপিলার ‘আমারে নিবা মাঝি লগে?’ জিজ্ঞাসার উত্তরে নায়ক কুবের মাঝি মুখে কিছু না বলে ‘মৌনং সম্মতি লক্ষনং’–টাইপের ঘটনা ঘটিয়েছিল। কপিলার জিজ্ঞাসায় কুবের যদি ‘শৈল্পিক’ উত্তর দিত তবে কেমন হতো?

অলংকরণ: রাকিব রাজ্জাক
প্রশ্ন:

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের যখন নেতিবাচক: ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী...

প্রশ্ন:

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের যখন মুডি: আমার ছোট তরী, বলো যাবে কি?

প্রশ্ন:

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের যখন বাস্তববাদী: আমার ভাঙা তরী ছেঁড়া পাল...

প্রশ্ন:

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের মাঝি যখন বিপ্লবী: দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

প্রশ্ন:

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের মাঝি যখন রোমান্টিক: সব সখিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা...

প্রশ্ন:

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের মাঝি যখন আদর্শ প্রেমিক: আমার ছিপ নৌকোয় এসো, ও অন্য মেয়ে...