সবাই সাহসের সঙ্গে প্রশ্ন করতে পারে না

সম্পদের দৈন্য খুব দ্রুতই ঘোচানো যায়, কিন্তু মানসিক দৈন্য ঘোচানো সহজ নয়।
আর্থার মারফি, আইরিশ সাহিত্যিক (১৭২৭–১৮০৫)
মানুষকে যে আপন করতে পারে না, জীবন সম্পর্কে তার ধারণা অপরিপক্ব থাকে।
জোসেফ ক্যাম্পবেল, মার্কিন শিক্ষক ও লেখক (১৯০৪–১৯৮৭)
আমার অস্তিস্ব যতক্ষণ, আমি এবং আমার আমিত্বও ততক্ষণ।
জ্যাঁ-পল সার্ত্রে, ফরাসি দার্শনিক ও সাহিত্যিক (১৯০৫–১৯৮০)
সবাই সাহসের সঙ্গে প্রশ্ন করতে পারে না। প্রশ্ন সত্যানুসন্ধানের জন্য সহায়ক।
সাদত হাসান মান্টো, পাকিস্তানি সাহিত্যিক (১৯১২–১৯৫৫)
মানুষের মনে সর্বপ্রকার কৌতূহল জাগ্রত করা একজন লেখকের দায়িত্ব।
সৈয়দ শামসুল হক, বাংলাদেশি সাহিত্যিক (১৯৩৫–২০১৬)