সুন্দরবনে শুধু বাঘই থাকে না...

দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর পয়লা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বন বিভাগ। সেই খবর শুনে এক মুহূর্ত দেরি করেননি প্রথম আলোর খুলনা অফিসের আলোকচিত্রী সাদ্দাম হোসেন। ২ নভেম্বর ভোরেই একদল পর্যটকের সঙ্গে গিয়েছিলেন সুন্দরবনে। চার দিন ঘুরে বেরিয়েছেন সুন্দরবনের কটকা, দুবলার চর, হিরণ পয়েন্ট, করমজলসহ বিভিন্ন পয়েন্টে। ক্যামেরায় ধারণ করেছেন এ সময়ের সুন্দরবন। সেসব ছবি দেখে ঢাকাই সিনেমার আলোচিত সংলাপই উঁকি দিল মনে—সুন্দরবনে শুধু বাঘই থাকে না...! আদতেই সুন্দরবনে শুধু বাঘ থাকে না। থাকে আরও বিচিত্র সব প্রাণী। দেখুন অন্যরকম এক সুন্দরবন আর বিচিত্র সব প্রাণীর ছবি...

সুন্দরবনে নীলচে সকাল। ৩ নভেম্বর কটকায় দিনের শুরু।
সাদ্দাম হোসেন
ও বগি, তুই খাস কী?
বানরের ভাবখানা—তোমরা শুধু শুধু বলো, আমি বাঁদরামো করি!
সুন্দরবনের খালে ভাটার টান।
করমজলের কুমির। নাম তার রোমিও।
দেখো দেখো, আমরা এক পায়ে দাঁড়িয়েছি!
সমুদ্রের ভাটায় দুবলার চরে লাল কাঁকড়া।
দুই পা তুলে হরিণ মশায়ের অবস্থা—পাতা তুমি ছলনা জানো! কেওড়াপাতা ছাড়া চিত্রা হরিণদের প্রাতরাশ জমে না
চিত্রা হরিণের ভিরু চাহনি...
দলছুট
ছবি তুলছেন? —জিজ্ঞাসু দৃষ্টিতে বুনো শূকর।
ভাবখানা যেন এমন—যাই, একটু হেঁটে আসি।
গুইসাপ পাড়া বেড়াতে বেরিয়েছে?
যেখানে বঙ্গোপসাগরের সঙ্গে সুন্দরবনের মিতালি।
জোয়ারে ডুবেছে জামতলা সমুদ্রের বেলাভূমি।
বাঘের বনে পরিযায়ী পাখি। নাম তার বড় গুলিন্দা।
বেলা শেষে