সোনার বিনিময়ে আলু দেওয়া হতো যে কারণে

কখনো কি লক্ষ করেছেন, ইংরেজি ‘Value’ শব্দটির মধ্যেই আলু (alu) লুকিয়ে আছে। তারপরও কেন যে ‘সব তরকারিতেই ফিট’ অপবাদ দিয়ে আপনারা আলুকে সস্তা গণ্য করেন! সম্প্রতি বেড়েছে আলুর দাম। বাজারে আলু কিনতে গেলেই বুঝবেন, কত আলুতে কত ফ্রেঞ্চ ফ্রাই। আলুর মূল্যবৃদ্ধি উপলক্ষ্যে চলুন, গোলগাল এই সবজি সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেওয়া যাক...

১. আলুকে বলা যায় ‘প্রথম মহাকাশ ভ্রমণকারী’ সবজি। মহাকাশে দীর্ঘ ভ্রমণে যেন মহাকাশযাত্রীদের খাবারের সমস্যা না হয়, সে জন্য পরীক্ষামূলকভাবে ১৯৯৫ সালে ‘স্পেস শাটল কলম্বিয়া’ অভিযানে চাষের জন্য আলু মহাকাশে নিয়ে যাওয়া হয়েছিল।

২. বিশ্বের সবচেয়ে ভারী আলুটির ওজন ৪ দশমিক ৯৮ কেজি। বিশাল এই আলু ফলনের স্বীকৃতি হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন যুক্তরাজ্যের পিটার গ্লেজব্রুক।

৩. যুক্তরাষ্ট্রের আইডাহোকে বলা হয় আলুর রাজ্য। সেখানে একটি আলুর জাদুঘরও আছে!

৪. একটি মাঝারি আকারের আলুতে ১১০ ক্যালরি থাকে, যেখানে ১ কাপ ভাতে থাকে ২২৫ ক্যালরি।

৫. কিছু কিছু অ্যালকোহলযুক্ত পানীয় তৈরিতে আলু ব্যবহার করা হয়, যেমন ভোদকা।

৬. ১৮৯৬ সালে প্রায় ১ লাখ স্বর্ণসন্ধানী সোনার খোঁজে কানাডার ক্লোনডাইক অঞ্চলে গিয়েছিলেন। ইতিহাসে এ ঘটনাকে বলা হয় ‘ক্লোনডাইক গোল্ড রাশ’। সে সময় পুষ্টিকর খাবার হিসেবে আলু এতটাই জনপ্রিয় ছিল যে স্বর্ণসন্ধানীরা আলুর বিনিময়ে সোনা দিতেন।

৭. আলুর পাতা ও কাণ্ড খেলে বিষক্রিয়ায় আপনার মৃত্যুও হতে পারে। আলুর পাতা বা কাণ্ড খেলে ৮–১০ ঘণ্টার মধ্যে অনেকের পেটব্যথা, বমিভাব বা জ্বর দেখা দেয়।

৮. বেশি পুষ্টি চাইলে আলু খোসাসহ খাওয়া উচিত।

৯. শুধু আলু খেয়েও আপনি জীবন ধারণ করতে পারেন। আলুর সঙ্গে স্রেফ দুধ কিংবা মাখন খেলে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি আপনি পাবেন।

১০. কালচে বেগুনি রঙের এক জাতের আলু আছে। ভিটলট নামে পরিচিত এই আলুর চাষ হয় ফ্রান্সে।