হাবল টেলিস্কোপে তোলা মহাকাশের ১৫টি চমৎকার ছবি

এ বছর হাবল মহাকাশ টেলিস্কোপের ৩০ বছর পূর্ণ হলো। সে উপলক্ষে টেলিস্কোপটিতে তোলা ৩০টি অত্যুজ্জ্বল নক্ষত্রপুঞ্জ (গ্যালাক্সি ও স্টার ক্লাস্টার) ও নীহারিকার কয়েক ডজন ছবি প্রকাশ করেছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি বলছে, এগুলো ভক্তদের জন্য উপহার।

এই ৩০ মহাজাগতিক বস্তুর আরেকটি বিশেষত্ব হলো, এর সব কটি সাধারণ টেলিস্কোপেই দেখা যায়। কিছু কিছু এতটাই উজ্জ্বল যে দুরবিন এমনকি খালি চোখেও দেখা যেতে পারে।

জ্যোতির্বিদেরা এই নক্ষত্রপুঞ্জগুলোকে ক্যাল্ডওয়েল ক্যাটালগের শ্রেণিভুক্ত করেছেন। ২৫ বছর আগে ১৯৯৫ সালের ডিসেম্বরে ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ সাময়িকীতে ব্রিটিশ জ্যোতির্বিদ স্যার প্যাট্রিক ক্যাল্ডওয়েল-মুর প্রথম নক্ষত্রপুঞ্জগুলোকে শ্রেণিবদ্ধ করে প্রকাশ করেছিলেন।

হাবল টেলিস্কোপে তোলা ক্যাল্ডওয়েল ক্যাটালগের ৩০টি নক্ষত্রপুঞ্জের যে ৫০টির বেশি ছবি প্রকাশ করেছে নাসা, সেগুলো নতুন করে তোলা নয়, তবে নতুন করে প্রক্রিয়াজাত করা হয়েছে। সে ছবিগুলো থেকে নতুন-পুরোনো মিলিয়ে ১৫টি থাকছে এখানে।

ক্যাল্ডওয়েল ২৯
নাসা
ক্যাল্ডওয়েল ৩৩
নাসা
ক্যাল্ডওয়েল ৪৫
নাসা
ক্যাল্ডওয়েল ৫১
নাসা
ক্যাল্ডওয়েল ৫৮
নাসা
ক্যাল্ডওয়েল ৬০/৬১
নাসা
ক্যাল্ডওয়েল ৬৮
নাসা
ক্যাল্ডওয়েল ৬৯
নাসা
ক্যাল্ডওয়েল ৭২
নাসা
ক্যাল্ডওয়েল ৭৩
নাসা
ক্যাল্ডওয়েল ৭৭
নাসা
ক্যাল্ডওয়েল ৮১
নাসা
ক্যাল্ডওয়েল ৯২
নাসা
ক্যাল্ডওয়েল ৯৯
নাসা
ক্যাল্ডওয়েল ১০৩
নাসা