বিশ্বরাজনীতির কথা শুনলে তিনি রেগে যান

নতুন বছর এলেই জ্যোতিষীদের নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। পত্রপত্রিকাগুলো তাদের
লেখা ছাপাতে শুরু করে গুরুত্বের সঙ্গে। তাঁরা হয়ে ওঠেন সময়ের বড় তারকা। তাঁদেরই একজন ‘জনৈক জ্যোতিষী’র মুখোমুখি হয়েছিল একটু থামুন। বছরের শুরুতেই সাক্ষাৎকারটি প্রকাশের কথা থাকলেও জ্যোতিষীর ব্যস্ততা কারণে দেরি হয়ে গেল...

পেক্সেলস

প্রশ্ন :

নতুন বছরে প্রথম পা রাখার পর কী করা উচিত?

অবশ্যই তার পরপরই দ্বিতীয় পা-টি রাখতে হবে।

প্রশ্ন :

নতুন বছরটা কেমন হবে বলে মনে হয়?

কেমন আবার? চকচকে, নতুন জিনিস যেমন হয় আরকি! তবে করোনা এখনো বিদায় নেয়নি, তাই চকচক করিলেই সোনা যে হবে, এমন গ্যারান্টি দেওয়া যায় না।

প্রশ্ন :

তো করোনাকালের নতুন বছরে ব্যবসা–বাণিজ্য কেমন যাবে?

নতুন নতুন ব্যবসা হবে, কারণ, টিকা আসছে...। আর মাস্ক, স্যানিটাইজারের ব্যবসা তো আছেই।

পিক্সাবে

প্রশ্ন :

আচ্ছা, আপনি তো হাত দেখে অনেক কিছু বলতে পারেন। সাক্ষাৎকার শেষে আমার হাত দেখে কিছু বলবেন?

হাত দেখে এখন আর নতুন কিছু বলার নেই। কথা একটাই—বারবার হাত ধুতে হবে।

প্রশ্ন :

আপনার জীবনের একটি স্মরণীয় ঘটনা বলুন।

একদিন এক ব্যাঙ ভাগ্য পরীক্ষা করার জন্য আমার কাছে এল। তাকে বললাম, শিগগিরই এক সুন্দরী মেয়ের সঙ্গে তোমার দেখা হবে। মেয়েটি তোমার সম্পর্কে সবকিছু জানে। সে খুব খুশি হয়ে চলে গেল, কারণ মেয়েটির সঙ্গে তার কোথায় দেখা হবে সেটা বলতে পারিনি।

প্রশ্ন :

কোথায় দেখা হবে? পার্টিতে নাকি অন্য কোথাও?

না, মেয়েটির বায়োলজি ক্লাসে।

পেক্সেলস

প্রশ্ন :

আচ্ছা, নতুন বছরে সততার জয়–পরাজয়ের ব্যাপারে আপনার কী ভাবনা?

সততা বিষয়টা আপেক্ষিক। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতা ছাড়তে নারাজ ছিলেন, এখনো নিশ্চয়ই তেমনটাই আছেন। তাঁর দলীয় লোকজনের কাছে কিন্তু তিনি সৎ। আবার অন্যদিকে জো বাইডেন সাহেব ট্রাম্পের চোখে অসৎ। ফলে আগে ঠিক করতে হবে, আপনি কার দলে। তারপর সততার জয়–পরাজয় নিয়ে হিসেব করা যাবে।

প্রশ্ন :

আচ্ছা, এবার বলুন, নতুন বছরে বিশ্বরাজনীতি কেমন যাবে?

দেখুন, ইদানীং খুব সমস্যা হচ্ছে, বিশ্বরাজনীতির কথা শুনলে আমি অল্পতেই খুব রেগে যাই। গালাগালি শুরু করি।

প্রশ্ন :

ব্যাপারটা কী রকম? একটু খুলে বলবেন?

(টুট টুট টুট) কয়বার খুইল্লা কমু!

বুঝতেই পারছেন, এরপর আর কথাবার্তা এগোয়নি। জ্যোতিষী সাহেব সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের ভক্ত। তাই তার মনমেজাজ বেশি ভালো নেই। যা হোক, নতুন বছরের শুরুটা খুব সুবিধার হলো বলে মনে হয় না। আপনার কী মনে হয়?