বিশ্বকাপের শহর সারানস্ক

রাশিয়ার মারদোভিয়া প্রজাতন্ত্রের রাজধানী ও প্রধান শহর সারানস্ক। মস্কো থেকে সারানস্কের দূরত্ব ৬৩০ কিলোমিটার। এই শহরে আজ বৃহস্পতিবার হতে যাচ্ছে পানামা-তিউনিসিয়া ম্যাচ। বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ৪টি খেলা সারানস্কে হচ্ছে।

১ / ৫
সারানস্কে বৃহস্পতিবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পানামা খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। শহরের প্রধান স্কয়ারে প্রথম আলোর ক্যামেরার সামনে এভাবে ধরা দিলেন তিউনিসিয়ার এই সমর্থক। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
সারানস্কে বৃহস্পতিবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পানামা খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। শহরের প্রধান স্কয়ারে প্রথম আলোর ক্যামেরার সামনে এভাবে ধরা দিলেন তিউনিসিয়ার এই সমর্থক। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
২ / ৫
সারানস্কের প্রধান স্কয়ারে মিলিত হয়েছেন বিভিন্ন দেশের সমর্থক। বাংলাদেশের লাল-সবুজ পতাকাও সেখানে রয়েছে। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
সারানস্কের প্রধান স্কয়ারে মিলিত হয়েছেন বিভিন্ন দেশের সমর্থক। বাংলাদেশের লাল-সবুজ পতাকাও সেখানে রয়েছে। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
৩ / ৫
সারানস্কের প্রধান স্কয়ারে বসানো হয়েছে বিশ্বকাপের মাসকাট জাবিভাকা। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
সারানস্কের প্রধান স্কয়ারে বসানো হয়েছে বিশ্বকাপের মাসকাট জাবিভাকা। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
৪ / ৫
রাশিয়া বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর সারানস্ক। ছবিতে এটি শহরের অন্যতম পর্যটক স্পট। দূরে দেখা যাচ্ছে উঋাকোভা অর্থডক্স চার্চ। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
রাশিয়া বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর সারানস্ক। ছবিতে এটি শহরের অন্যতম পর্যটক স্পট। দূরে দেখা যাচ্ছে উঋাকোভা অর্থডক্স চার্চ। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
৫ / ৫
মস্কো থেকে ট্রেন ছুটল সারানস্ক শহর অভিমুখে। প্রতিবেদকের সঙ্গে থাকা লাল-সবুজ পতাকা দেখে ছবি তোলার আবদার জানালেন ট্রেনের বগির সমন্বয়ক সিভেতলানা। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান
মস্কো থেকে ট্রেন ছুটল সারানস্ক শহর অভিমুখে। প্রতিবেদকের সঙ্গে থাকা লাল-সবুজ পতাকা দেখে ছবি তোলার আবদার জানালেন ট্রেনের বগির সমন্বয়ক সিভেতলানা। ২৮ জুন, সারানস্ক, রাশিয়া। ছবি: জামিল খান