সুপারসনিক যাত্রীবাহী উড়োজাহাজ আসছে

কনকর্ড যুগকে নতুন রূপে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বুম সুপারসনিক। ছবি: বুম সুপারসনিক
কনকর্ড যুগকে নতুন রূপে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বুম সুপারসনিক। ছবি: বুম সুপারসনিক

শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়ে মানুষের গন্তব্যকে আরও কাছে নিয়ে এসেছিল সুপারসনিক উড়োজাহাজ কনকর্ড। একটি দুর্ঘটনার পর ১৫ বছর আগে এই উড়োজাহাজে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। তবে বুম সুপারসনিক নামের একটি স্টার্টআপ কনকর্ড যুগকে নতুন রূপে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েব্রিজে অবস্থিত ব্রুকল্যান্ডস এভিয়েশন অ্যান্ড মোটর জাদুঘরে এক অনুষ্ঠানে ওই ঘোষণা দেন বুম সুপারসনিকের সহপ্রতিষ্ঠাতা ব্লেক স্কল। তিনি বলেন, তাঁদের উড়োজাহাজের গতি হবে ঘণ্টায় ২ হাজার ৩৩৫ কিলোমিটার। আগামী দশকের মাঝামাঝি সময়ে উড়োজাহাজটি কার্যক্রমে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রিটিশ এয়ারওয়েজের যাত্রীবাহী সুপারসনিক উড়োজাহাজ কনকর্ড আকাশে প্রথম ডানা মেলে ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে এটি বাণিজ্যিক কার্যক্রমে যায়। এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২ হাজার ২৮০ কিলোমিটার। ২০০০ সালে প্যারিসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার মুখে পড়ে একটি কনকর্ড উড়োজাহাজ। প্রাণ হারায় ১১৩ জন আরোহী। এরপর ২০০৩ সাল থেকে এই উড়োজাহাজ বন্ধ করে দেওয়া হয়।