বাল্টিকের বিস্ময়

বাল্টিক সাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্যোটল্যান্ড। দ্বীপটির আয়তন তিন হাজার বর্গকিলোমিটার। লোকসংখ্যা ৫৭ হাজার। পাহাড়, বনরাজি, হ্রদ আর দ্বীপের দেশ সুইডেনের অন্তভুক্ত গ্যোটল্যান্ডের রাজধানী ভিসবি।

সুইডেনের রাজধানী স্টকহোম থেকে সাগরপথে বড় ফেরিতে প্রায় ২১০ কিলোমিটার পাড়ি দিয়ে ভিসবি বন্দরে পৌঁছাতে হয়। সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

গ্যোটল্যান্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ। হরেক রকমের পাখি, গাছপালা ও অনেক জাতের গোলাপের জন্য দ্বীপটি বিখ্যাত। জুলাই-আগস্টে (গ্রীষ্মকাল) এখানে অন্তত আট লাখ দর্শনার্থীর আগমন ঘটে।

সমতল ভূমির এই দ্বীপ পাললিক শিলা, চুনাপাথর ও বেলেপাথরের সমন্বয় গঠিত। গ্যোটল্যান্ডের অর্থনীতিতে চুনাপাথরশিল্পের একটি বড় ভূমিকা রয়েছে।

প্রাচীনকাল থেকে এখানে অভিবাসী হওয়া গথ সম্প্রদায়ের নাম অনুসারে দ্বীপের নাম গ্যোটল্যান্ড হয়েছে বলে কথিত রয়েছে। গথ সম্প্রদায় যুদ্ধ করে রোমানদের হটিয়ে দ্বীপটির কর্তৃত্ব নিয়েছিল। কালক্রমে দ্বীপটি সুইডেনের অন্তর্ভুক্ত হয়।

বাল্টিক সাগর ও গ্যোটল্যান্ড দ্বীপের নানান দৃশ্য ধরা পড়েছে সরাফ আহমেদের ক্যামেরায়।

১ / ১৩
বাল্টিক সাগরের তীরে সারি সারি ওকগাছ।
বাল্টিক সাগরের তীরে সারি সারি ওকগাছ।
২ / ১৩
ভিসবি শহরে ১৩০০ শতাব্দীতে জার্মান বণিকদের অর্থায়নে তৈরি ক্যাথেড্রাল।
ভিসবি শহরে ১৩০০ শতাব্দীতে জার্মান বণিকদের অর্থায়নে তৈরি ক্যাথেড্রাল।
৩ / ১৩
গ্যোটল্যান্ড বন্দরে এসে থেমেছে বড় ফেরি।
গ্যোটল্যান্ড বন্দরে এসে থেমেছে বড় ফেরি।
৪ / ১৩
বাচ্চা নিয়ে খাবারের খোঁজে বাল্টিক সাগরে মা হাঁস।
বাচ্চা নিয়ে খাবারের খোঁজে বাল্টিক সাগরে মা হাঁস।
৫ / ১৩
ভিসবি শহরের পুরোনো বাড়িঘর।
ভিসবি শহরের পুরোনো বাড়িঘর।
৬ / ১৩
যুদ্ধে ভেঙে যাওয়া গির্জায় সবুজের সমারোহ।
যুদ্ধে ভেঙে যাওয়া গির্জায় সবুজের সমারোহ।
৭ / ১৩
ভিসবি শহরের বাজার এলাকা।
ভিসবি শহরের বাজার এলাকা।
৮ / ১৩
শহরে স্যুভেনিরের দোকান।
শহরে স্যুভেনিরের দোকান।
৯ / ১৩
বাল্টিক সাগরের পাড়ে দোলনায় শুয়ে বই পড়া চলছে।
বাল্টিক সাগরের পাড়ে দোলনায় শুয়ে বই পড়া চলছে।
১০ / ১৩
ভিসবি শহরের পোতাশ্রয়।
ভিসবি শহরের পোতাশ্রয়।
১১ / ১৩
পুরোনো দুর্গের ওপর উড়ছে গ্যোটল্যান্ডে পতাকা।
পুরোনো দুর্গের ওপর উড়ছে গ্যোটল্যান্ডে পতাকা।
১২ / ১৩
ভেঙে যাওয়া গির্জার পাশে বসেছে বাজার।
ভেঙে যাওয়া গির্জার পাশে বসেছে বাজার।
১৩ / ১৩
সাগর পাড়ের রেস্তোরাঁ।
সাগর পাড়ের রেস্তোরাঁ।