অস্ট্রেলিয়ার বর্ষসেরা বাড়ি!

অস্ট্রেলিয়ার স্থাপত্য সমিতি আয়োজিত বার্ষিক জাতীয় স্থাপত্যশিল্পে ‘বর্ষসেরা বাড়ির’ মর্যাদা পেয়েছে এই বাড়িটি। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার স্থাপত্য সমিতি আয়োজিত বার্ষিক জাতীয় স্থাপত্যশিল্পে ‘বর্ষসেরা বাড়ির’ মর্যাদা পেয়েছে এই বাড়িটি। ছবি: সংগৃহীত

কেউ বাড়ি গড়েন বাস করতে, কেউবা আবার শখে। তবে অস্ট্রেলিয়ায় অনেকেই বাড়ি গড়েন-সাজান প্রতিযোগিতায় নেমেও। না, প্রতিবেশীর সঙ্গে নিজের অর্থবিত্ত আর প্রতিপত্তি দেখাতে নয়। এ প্রতিযোগিতা অস্ট্রেলিয়ার স্থাপত্য সমিতি আয়োজিত বার্ষিক জাতীয় স্থাপত্যশিল্পে ‘বর্ষসেরা বাড়ির’ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা।

দেশটিতে এবার জাতীয় স্থাপত্যশিল্প প্রতিযোগিতায় বর্ষসেরা বাড়ি নির্বাচিত হয়েছে সিডনি থেকে ৩০ কিলোমিটার উত্তরাঞ্চলীয় বেভিউ সমুদ্রসৈকতের একটি বাড়ি। ‘ক্যাবেজ ট্রি হাউস’ নামের বাড়িটিকে অনেকে গুহা বাড়িও বলে থাকেন। কেননা, প্রবেশদ্বার, সুইমিংপুল ছাড়া বাড়িটির প্রায় মূল অংশই মাটির নিচে। বাড়িটি সমুদ্রসৈকতের কাছের পাহাড়ের মাঝখানে অবস্থিত। বাড়িটি বিচারকসহ সবার প্রশংসা কুড়িয়েছে প্রকৃতির সঙ্গে এর মেলবন্ধনের কারণে।

‘বর্ষসেরা বাড়িটির’ ভেতরের দৃশ্য। ছবি: সংগৃহীত
‘বর্ষসেরা বাড়িটির’ ভেতরের দৃশ্য। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বর্ষসেরা বাড়িটি নির্মাণ করেছেন স্থপতি পিটার স্টাচবারি। বাড়িটির একটি কাব্যিক ভাব আছে বলে মন্তব্য করেন তিনি। বাড়িটি পরিবেশবান্ধব। এর নকশা এমনভাবে করা হয়েছে যেন গরম কিংবা ঠান্ডা প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রিত হয়। দেখতে সাধারণ হলেও স্থাপত্যে অসাধারণ বলে মন্তব্য করেছেন দেশটির অনেক বাঘা বাঘা স্থপতি।