ড্রেসডেনে নিরাপদ সড়কের দাবির পক্ষে মানববন্ধন

ড্রেসডেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন। ছবি: সংগৃহীত
ড্রেসডেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন। ছবি: সংগৃহীত

জার্মানির ড্রেসডেনে বসবাসরত বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীরা রবিবার ৫ আগস্ট ড্রেসডেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশে চলমান নিরাপদ সড়ক চাই আন্দোলনে সহমর্মিতা প্রকাশের জন্য মানব বন্ধন করেছেন।

এই সংহতি প্রকাশের মাধ্যমে দেশের কোমলমতি কিশোর-কিশোরীদের ওপর যে হামলা ও নির্যাতন হচ্ছে তার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপনসহ আন্দোলনে প্রস্তাবিত নয় দফা দাবি আদায়ের জন্য আন্তর্জাতিক সংস্থা ও সংবাদ সংস্থা গুলির প্রতি আহ্বান জানানো হয়।

ড্রেসডেনের মানববন্ধনে অংশ নেয় শিশুরাও। সংগৃহীত
ড্রেসডেনের মানববন্ধনে অংশ নেয় শিশুরাও। সংগৃহীত

ড্রেসডেনে নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে মানববন্ধনে উপস্থিত সকলের পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যত দিন পর্যন্ত দেশের এই সমস্যা সমাধানের জন্য উত্থাপিত দাবিসমূহ পূরণ না হবে এবং আন্দোলনরত কিশোর-কিশোরীরা পড়ার টেবিলে ফেরত না যাবে, ড্রেসডেনে বসবাসরত বাংলাদেশিরা তত দিন তাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবে।