ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্রে প্রত্যাবর্তন চায় যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত ৪ আগস্ট ক্যারাকাসে ন্যাশনাল গার্ডের ৮১তম বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা আঁটতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে ভেনেজুয়েলার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে মার্কিন কর্মকর্তারা সাহায্য না করার সিদ্ধান্ত নেন। নিউইয়র্ক টাইমস ৮ সেপ্টেম্বর এই খবর দিয়েছে। ছবি: এএফপি ফাইল
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত ৪ আগস্ট ক্যারাকাসে ন্যাশনাল গার্ডের ৮১তম বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা আঁটতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে ভেনেজুয়েলার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে মার্কিন কর্মকর্তারা সাহায্য না করার সিদ্ধান্ত নেন। নিউইয়র্ক টাইমস ৮ সেপ্টেম্বর এই খবর দিয়েছে। ছবি: এএফপি ফাইল

হোয়াইট হাউস ভেনেজুয়েলায় গণতন্ত্রের পক্ষে সমর্থন ব্যক্ত করেছে। অভ্যুত্থান-পরিকল্পনাকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে—নিউইয়র্ক টাইমস এমন খবর দেওয়ার পর হোয়াইট হাউস এ কথা বলল।

ওয়াশিংটনভিত্তিক অনলাইন মিডিয়া পলিটিকোর খবরে বলা হয়, আজ রোববার হোয়াইট হাউস থেকে এক বার্তায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল গণতন্ত্রে’ প্রত্যাবর্তন চাইছেন।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র গ্যারেট মার্কিস এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলায় একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল গণতন্ত্রে প্রত্যাবর্তনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতিগত পছন্দ অপরিবর্তিত রয়েছে।

‘যুক্তরাষ্ট্র জীবনের সব স্তর থেকে ভেনেজুয়েলা নিয়ে উদ্বেগের খবর পায়—সেটা ক্ষমতাসীন দলের সদস্য, নিরাপত্তা সার্ভিস, নাগরিক সমাজের সভ্য বা লাখো মানুষ, যাদের সরকার দেশটি থেকে পালাতে বাধ্য করেছে, যে-কারও থেকে হতে পারে। প্রত্যেকই একটি অভিন্ন লক্ষ্যের কথা বলেন—তাঁদের মাতৃভূমিতে গণতন্ত্র আবার গড়ে তোলা।

দ্য নিউইয়র্ক টাইমস এর আগে রোববার খবর দেয়, ট্রাম্প প্রশাসন ২০১৭ সালের হেমন্তে ভেনেজুয়েলার ক্ষুব্ধ সামরিক কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠকে যোগাযোগ স্থাপন করে। এই কর্মকর্তাদের বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসনের প্রতি মোহমুক্তি ঘটেছে। টাইমসের খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শেষ পর্যন্ত চক্রান্তকারীদের পৃষ্ঠপোষকতা না করার সিদ্ধান্ত নেন।