লিয়াকত আলী লাকী পেলেন 'ভূপেন সম্মান'

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে ‘ব্যতিক্রম ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সম্মান’ তুলে দেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে ‘ব্যতিক্রম ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সম্মান’ তুলে দেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো

বাংলাদেশে ভূপেন হাজারিকার গানকে আরও জনপ্রিয় করে তোলার জন্য পুরস্কার পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

প্রয়াত কিংবদন্তি শিল্পীর ৯২তম জন্মদিনে গতকাল শনিবার রাতে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী লিয়াকত আলী লাকীর হাতে তুলে দেওয়া হয় ‘ব্যতিক্রম ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সম্মান’।

পুরস্কার পেয়ে আপ্লুত লাকী জানালেন, ভূপেন হাজারিকা নিজে বাংলাদেশে গিয়ে তাঁর গান শুনে বলেছিলেন, ‘তুমি তো বাংলাদেশের ভূপেন হাজারিকা।’

সেই প্রবাদপ্রতিম শিল্পীর শহর আসামের গুয়াহাটিতে এসে বাংলাদেশের এই শিল্পী স্মরণ করলেন ভূপেন হাজারিকার গান ও আদর্শকে। গুয়াহাটির ব্যতিক্রম সামাজিক সংস্থা আয়োজন করেছিল ‘সম্পর্ক’ নামের এ অনুষ্ঠানের। সংস্থার সভাপতি সৌমেন ভারতীয়া বললেন, ‘যাযাবর’ ভূপেন হাজারিকা কাঁটাতারের কোনো বাধা মানতেন না। তাঁর কাছে জাতপাতের ভেদাভেদ থেকেও অনেক ওপরে ছিল ‘মানুষ মানুষের জন্য’-এই দর্শন। তাই ব্যতিক্রম অনুষ্ঠানের নাম রেখেছে সম্পর্ক।

লাকীর হাতে সম্মাননা তুলে দেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ঊষারঞ্জন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ভূপেন হাজারিকার ভাগনে ঋষিদাস শর্মাও। এদিন গুয়াহাটির কর্মশ্রী হিতেশ্বর শইকিয়া মিলনায়তনে ঋষি ও লাকীর যুগলবন্দী দর্শকদের মাতিয়ে তোলে।

অসমিয়া-বাঙালি, হিন্দু-মুসলিম, ভারতীয়-বাংলাদেশি-এসব বিভেদ কখনো স্পর্শ করেনি ভূপেন হাজারিকাকে। তিনি মানুষের গান গেয়েছেন। মানুষের প্রতি ভালোবাসাই ছিল তাঁর মূল মন্ত্র। এমনটাই বললেন বিভিন্ন বক্তা।

অনুষ্ঠানে লিয়াকত আলী লাকী গুরুত্ব আরোপ করলেন, উভয় দেশের সংস্কৃতি বিকাশে যৌথ আয়োজনে। সে ক্ষেত্রেও ভূপেন হাজারিকার আদর্শকেই পাথেয় করতে চান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার ম্যাড থিয়েটারের আশাদুল ইসলাম, গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাহ মহম্মদ তানভির মনসুর। তিনি নিজেও এদিন ভূপেন-সংগীত পরিবেশন করেন।