বর আসে না আসে না, শেষে বিয়েটাই ভাঙল

বর আসছেন বলে অপেক্ষায় কনেপক্ষ। কিন্তু বর কোথায়?। বরপক্ষ জানিয়ে দিয়েছে, বিয়ে হবে না। কারণ, কনের বেজায় আসক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহারে। বিষয়টি ভারতে আলোচনার জন্ম দিয়েছে। ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় বরপক্ষের বাড়ি আর কনেপক্ষের বাড়ি নওগার সাদত গ্রামে।

পুলিশ বলছে, বরপক্ষের অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ। তারা বলছে, বিয়েটা শেষ মুহূর্তে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যৌতুকের দাবি। কনেপক্ষের কাছে যৌতুক চেয়েছিলেন বরপক্ষের লোকজন।

এ ঘটনায় কনের বাবা উরজ মেহেন্দি বরপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর অভিযোগ, বিয়েতে বরপক্ষ ৬৫ লাখ রুপি যৌতুক চেয়েছিল।

মেহেন্দি বলেন, কামার হায়দায়ের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন তিনি। বিয়েতে বরপক্ষকে স্বাগত জানাতে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব চলে এসেছিল। কিন্তু তারা যখন এল না, তখন বরের বাবাকে ফোন করে বিয়ে বন্ধ করে দিয়েছেন।

আমরোহা পুলিশের সুপারিনটেনডেন্ট বিপিন টাডা বলেছেন, বরপক্ষ দাবি করেছে, তারাই বিয়েটা বাতিল করেছে। ৫ সেপ্টেম্বর বিয়ের তারিখ ছিল। কনের অতিরিক্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভ্যাস আছে। বিয়ের আগেই হবু বরের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর ঘটনাও ঘটেছে।