পুতিন আর পিং কেক বানিয়ে খেলেন

নীল অ্যাপ্রোন পরা ভ্লাদিমির পুতিন ও সি চিন পিং। বৈঠকের ফাঁকে তাঁরা এই প্যানকেক বানিয়েছেন। রাশিয়া, ১১ সেপ্টেম্বর। ছবি: এএফপি
নীল অ্যাপ্রোন পরা ভ্লাদিমির পুতিন ও সি চিন পিং। বৈঠকের ফাঁকে তাঁরা এই প্যানকেক বানিয়েছেন। রাশিয়া, ১১ সেপ্টেম্বর। ছবি: এএফপি

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকের এক বৈঠকে ব্যতিক্রমী কাজে ব্যস্ত থাকতে দেখা গেল ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে। বর্তমান বিশ্বের ক্ষমতাধর এই দুই নেতা বৈঠকের ফাঁকে কেক বানিয়েছেন। পরে দুজন মিলে তা খেয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, গতকাল ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত হয় ইস্টার্ন ইকোনমিক ফোরামের বৈঠক। এতে রাশিয়া ও চীনের মধ্যে একটি অর্থনৈতিক চুক্তি হয়। এ ছাড়া ওই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল উত্তর কোরিয়া নিয়ে আলোচনা।

প্যানকেক তৈরি করছেন পুতিন ও পিং। এ সময় দুজন শেফ তাঁদের সহায়তা করেন। রাশিয়া, ১১ সেপ্টেম্বর। ছবি: এএফপি
প্যানকেক তৈরি করছেন পুতিন ও পিং। এ সময় দুজন শেফ তাঁদের সহায়তা করেন। রাশিয়া, ১১ সেপ্টেম্বর। ছবি: এএফপি

এএফপির প্রকাশিত ছবিতে দেখা যায়, বৈঠকের বিরতিতে পুতিন ও পিং নীল অ্যাপ্রোন পরে একটি রান্নাঘরে যান। সেখানে দুজন শেফও ছিলেন। পরে তাঁরা সেখানে কেক বানান।

আরেকটি ছবিতে দেখা যায়, কেক বানানো শেষে ক্ষমতাধর এই দুই নেতা তা খেতে বসেন। প্রতিবেদন বলা হয়, খাবারের তালিকায় ক্যাভিয়ার ও ভদকা ছিল।