'ম্যাংখুত'-এর আঘাতে বিধ্বস্ত ফিলিপাইন

ঘূর্ণিঝড় গুঁড়িয়ে দিয়ে গেছে সব। ছবি: এএফপি
ঘূর্ণিঝড় গুঁড়িয়ে দিয়ে গেছে সব। ছবি: এএফপি

ফ্লোরেন্সের আঘাতে ক্ষতবিক্ষত আমেরিকা। মার্কিনদের ঘা না শুকাতেই দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ম্যাংখুত’। স্থানীয় সময় আজ শনিবার এটি ফিলিপাইনের উপকূলে আঘাত হানে। বলা হচ্ছে ম্যাংখুত এ বছরে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এটি ফিলিপাইনের উত্তর উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়কবলিত এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। ফিলিপাইনের উপকূলীয় দ্বীপ লুজোনের বৈদ্যুতিক খুঁটি ও বাড়িঘর ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

প্রায় ৪০ লাখের বেশি মানুষ সুপার টাইফুন ম্যাংখুতের কবলে পড়েছে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা ঘণ্টায় ৩৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আবহাওয়াবিদেরা মনে করছেন। এর মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় ৪ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে ২০১৩ সালে সুপার টাইফুন ‘হায়া’-র সময় ফিলিপাইনে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছিল।