পোশাকে নজর কম দিতে অনুরোধ

পিরামিডের দেশে মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি
পিরামিডের দেশে মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁর আফ্রিকা সফর গতকাল শনিবার শেষ করেছেন। সফরের শেষ দিকে তিনি তাঁর পরিধেয় পোশাক-আশাকের দিকে মনোযোগ কম দিতে বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

মেলানিয়া ট্রাম্প বলেছেন, তারা (যুক্তরাষ্ট্র) আফ্রিকাকে যে গুরুত্ব দেয়, সে বিষয়টি বিশ্বকে বোঝানোই তাঁর এই সফরের বার্তা।

আফ্রিকার চার দেশ ঘানা, মালাবি, কেনিয়া ও মিসর সফর করেছেন মেলানিয়া। মিসরে যাওয়ার মধ্য দিয়ে তিনি তাঁর আফ্রিকা সফর শেষ করেন।

মার্কিন ফার্স্ট লেডি হিসেবে এটাই মেলানিয়ার প্রথম একক কোনো বড় বিদেশ সফর। তিনি সাংবাদিকদের সঙ্গে সচরাচর কথা বলেন না। তবে এই সফরে মেলানিয়া নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

মিসরের পিরামিডসংলগ্ন ঐতিহাসিক স্থানে মেলানিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন বিষয়ের মধ্যে তাঁকে তাঁর পোশাক নিয়েও প্রশ্ন করা হয়।

মেলানিয়া অনেকটা দুঃখের সঙ্গে বলেন, তাঁর কাজের চেয়ে পোশাক বেশি মনোযোগ পাচ্ছে।

মার্কিন ফার্স্ট লেডি বলেন, ‘আশা করি, আমি যা করি, লোকজন তার দিকে নজর দেবে; যা পরি, তার দিকে নয়।’