নিরঞ্জন উৎসবের শোভাযাত্রায় সেরা দুর্গা প্রতিমা

নিরঞ্জন উৎসবে প্রতিমার শোভাযাত্রা। ২৩ অক্টোবর, কলকাতা, ভারত। ছবি: ভাস্কর মুখার্জি
নিরঞ্জন উৎসবে প্রতিমার শোভাযাত্রা। ২৩ অক্টোবর, কলকাতা, ভারত। ছবি: ভাস্কর মুখার্জি

বর্ণাঢ্য আয়োজনে দুর্গা কার্নিভ্যাল বা নিরঞ্জন উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলকাতার রেড রোডে এই উৎসব উদ্‌যাপন করা হয়। এতে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ঘোষিত সেরা ৭৫টি দুর্গা প্রতিমার মধ্যে ৭৪টি শোভাযাত্রায় অংশ নেয়। ২০১৬ সালে প্রথম কার্নিভ্যালে যোগ দিয়েছিল ৩০টি প্রতিমা আর গত বছর ২০১৭ সালে যোগ দিয়েছিল ৫৬টি প্রতিমা।

উৎসবের অংশ হিসেবে বিকেলে বিশেষ শোভাযাত্রা শুরু হয় রেড রোডের কাছে পূর্বাঞ্চল সেনাবাহিনীর প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট থেকে। অনুষ্ঠান মঞ্চে ২৬ হাজার মানুষের বসার ব্যবস্থা ছিল। এ জন্য ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

এই কার্নিভ্যালে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশ–বিদেশের অতিথিরা। এসেছিলেন দেড় হাজার বিদেশি অতিথি। আনা হয়েছে কলকাতার পাঁচতারা হোটেলে অবস্থানকারী ২০০ বিদেশি পর্যটকদের। কার্নিভ্যাল দেখতে লন্ডন থেকে এসেছে ২০ জনের একটি প্রতিনিধিদল। বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ কলকাতার বিদেশি কনস্যুলেটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উৎসবে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অভিনেতা প্রসেনজিৎসহ অন্যরা। ২৩ অক্টোবর, কলকাতা, ভারত। ছবি: ভাস্কর মুখার্জি
উৎসবে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অভিনেতা প্রসেনজিৎসহ অন্যরা। ২৩ অক্টোবর, কলকাতা, ভারত। ছবি: ভাস্কর মুখার্জি

যেসব পূজা কমিটির প্রতিমা অংশ নিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী ক্লাব, বড়িশা ক্লাব, কালীঘাট মিলন সংঘ, নাকতলা উদয়ন সংঘ, ত্রিধারা, অকাল বোধন, হিন্দুস্থান পার্ক, সল্টলেক একে ব ক, শিবপুর মন্দিরতলা, যোধপুর পার্ক, টালা পার্ক, সল্টলেক এফডি বøক, হরিদেবপুর অজেয় সংহতি, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কয়ার, হাতিবাগান সর্বজনীন, দমদম পার্ক ভারতচক্র, একডালিয়া এভার গ্রিন, হাওড়ার স্বামীজি স্পোর্টিং ক্লাব।

প্রসঙ্গত, দুর্গাপূজা শেষ হয়েছে গত শুক্রবার। ওই দিন ভারতের কলকাতাসহ আশপাশের বহু সর্বজনীন পূজার প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। সেরা প্রতিমাগুলো এই উৎসবে অংশ নেওয়ার পর কলকাতার গঙ্গার বিভিন্ন ঘাটে বিসর্জন দেওয়ার কথা রয়েছে।