নতুন নেতা নির্বাচিত, সদস্যপদ হারাতে পারেন সাবেক নেতা

লেবার পার্টির নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান নেতা লুক ফোলি পদত্যাগ করেছেন। ছবি: সংগৃহীত
লেবার পার্টির নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান নেতা লুক ফোলি পদত্যাগ করেছেন। ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে দলের সদস্যপদও হারাতে বসেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দল লেবার পার্টির নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাবেক প্রধান নেতা লুক ফোলি। এমনকি তাঁর নির্বাচনী এলাকা অবার্ন থেকে তাঁকে দল মনোনীত করবে কি না—এ নিয়েও দলটির মধ্যে চলছে নানা আলোচনা। তবে লেবার পার্টির প্রার্থী পর্যালোচনা কমিটির প্রধান জন ওয়াটকিনস জানিয়েছেন, লুক ফোলির সদস্যপদ ও মনোনয়নের বিষয়টি তাঁরা গভীরভাবে বিবেচনা করে দেখছেন।

লুক ফোলি গত বৃহস্পতিবার লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে এবিসির সাংবাদিক অ্যাশলি র‍্যাপারকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তবে সে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন লুক ফোলি। পদত্যাগ করার সময় তিনি দেশটির জাতীয় সংসদে ব্যাকবেঞ্চার হিসেবে থাকবেন বলে জানিয়েছেন। এ ছাড়া অ্যাশলি র‍্যাপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করার কথা জানিয়েছিলেন সাবেক এই বিরোধীদলীয় নেতা।

তবে অস্ট্রেলিয়ার অন্যতম প্রভাশালী সংবাদপত্র দ্য সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টির শক্তিশালী কমিটি দ্বারা লুক ফোলির সদস্যপদ বাতিল করা হতে পারে। কমিটি লুক ফোলিসহ যেকোনো সমস্যাজড়িত প্রার্থীকেই দল থেকে ক্ষমতাচ্যুত করতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

দল যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান লেবার পার্টির একজন প্রবীণ মুখপাত্র। বলেন, ‘আমরা কীভাবে বিষয়টি সমাধান করি, সেভাবেই আমরা মূল্যায়িত হব।’ সিডনি মর্নিং হেরাল্ডকে আরেকটি সূত্র জানিয়েছে, ‘যদি লুক ফোলি মামলা করে, তবে আমরা তাঁকে সংসদে রাখতে পারব না।’ লুক ফোলি তাঁর পদত্যাগের বিবৃতিতে উল্লেখ করেছেন, মিথ্যা অভিযোগ আনার দায়ে এবিসির সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করতে ইতিমধ্যে উকিলের পরামর্শ নিচ্ছেন তিনি।

দেশটির ফেডারেল এবং রাজ্য নির্বাচনকে সামনে রেখে ফোলির এ ইস্যু বেশ ফলাও করে প্রচারিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।

আজ শনিবার স্থানীয় সময় দুপুরে পূর্ব সিডনির মারোব্রা এলাকা থেকে নির্বাচিত সাংসদ মাইকেল ডেলি নিউ সাউথ ওয়েলস রাজ্যের (এনএসডব্লিউ) লেবার পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন। ডেলি কোগরাহ এলাকার সাংসদ ক্রিস মিন্সকে ৩৩-১২ ভোটে হারিয়েছেন।