কিশোর বয়সে একদিন রাতে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: রয়টার্স
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: রয়টার্স

কিশোর বয়সে ঘুমন্ত গৃহকর্মীকে ‘ছুঁয়েছিলেন’। গত শনিবার বেফাঁস এ মন্তব্য নিজ মুখে করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

দুতার্তে বলেন, ‘আমি তাঁকে স্পর্শ করছিলাম। তার ঘুম ভেঙে যায়। তখন আমি ঘর থেকে বেরিয়ে যাই।’

ফিলিপাইনের প্রেসিডেন্ট এ-ও বলেন, এরপর আবারও ওই গৃহপরিচারিকার ঘরে গিয়ে পুনরায় তাকে ‘বিরক্ত’ করার চেষ্টা করেন।

এ কারণে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আলোচনায় আসা দুতার্তের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষিপ্ত দেশটির নারী অধিকার সংগঠনগুলো।

নারী অধিকার সংগঠনগুলো বলছে, দুতার্তে ধর্ষণচেষ্টা করেছিলেন। তাঁর কথার মধ্য দিয়ে যৌন হয়রানির ঘটনাকে উসকে দিচ্ছেন তিনি।

দুতার্তের মন্তব্যকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা ফিলিপাইনের সংগঠন গ্যাব্রিয়েলা।