মাকড়সা ঠেকাতে পুলিশ!

প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

এক পথচারী যাচ্ছিলেন রাস্তা দিয়ে। রাস্তার ধারের বাড়ি থেকে তিনি শুনতে পেলেন এক শিশুর চিৎকার। সেই সঙ্গে শোনা গেল, ‘এটা মরছে না কেন?’ তাতেই ঘটে গেল লঙ্কাকাণ্ড। ওই পথচারী গিয়ে খবর দিলেন পুলিশে। চলে এল পুলিশ। এসে দেখল, ওই বাড়ির মালিক একটি মাকড়সাকে মারার চেষ্টা করছিলেন!

বিবিসির খবরে বলা হয়েছে, ইংরেজি নতুন বছরের প্রথম দিনে অস্ট্রেলিয়ার পার্থের একটি উপশহরে এ ঘটনা ঘটে। এমন ঘটনার কথা স্বীকার করেছে স্থানীয় পুলিশ বিভাগ। এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় একটি মাকড়সা ছাড়া আর কেউ ‘আঘাত’ পায়নি।

পুলিশের মুখপাত্র স্যামুয়েল ডিনিসন বলেন, ‘আমরা গিয়ে পুরো উল্টো বিষয় দেখতে পেয়েছি। প্রথমে ভেবেছিলাম এটি হয়তো কোনো মারাত্মক অপরাধ। খুব ভালো ব্যাপার হলো যে, এতে শুধু মাকড়সা জড়িত ছিল!’

তবে কোন প্রজাতির মাকড়সাকে মারার চেষ্টা চলছিল, তা জানা যায়নি। বিশ্বের বেশ কিছু বিষাক্ত প্রজাতির মাকড়সার বাস অস্ট্রেলিয়াতে। অবশ্য অনেক বছরে দেশটিতে মাকড়সার কামড়ে কারও মৃত্যু হয়নি। অস্ট্রেলিয়ায় মোট দুই হাজার ৯০০ প্রজাতির মাকড়সা বাস করে।