খাসোগি হত্যায় জড়িত কাহতানি নিখোঁজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক জ্যেষ্ঠ সহযোগী সৌদ আল-কাহতানি। ছবি: সংগৃহীত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক জ্যেষ্ঠ সহযোগী সৌদ আল-কাহতানি। ছবি: সংগৃহীত

সাত সপ্তাহের অনুসন্ধানের পরও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাবেক জ্যেষ্ঠ সহযোগী সৌদ আল-কাহতানি এখনো নিখোঁজ। কাহতানি কোথায়, তা জানাতে ব্যর্থ হয়েছে সৌদি কর্তৃপক্ষ।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি প্রসিকিউটরদের অভিযোগ, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি খুনের ব্যাপারে বড় ভূমিকা পালন করেন কাহতানি। ওই হত্যাকাণ্ডের জেরে মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় আসা ১৭ সৌদি নাগরিকের একজন হলেন এই কাহতানি।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি নৃশংসভাবে খুন হন। এ ঘটনা সামনে আসার কয়েক দিন পর ওই মাসেই কাহতানিকে বরখাস্ত করা হয়।

ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, কাহতানি তদন্তাধীন এবং দেশত্যাগে তাঁর ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে গত বছরের নভেম্বরে সৌদি আরব জানিয়েছিল। এরপর এই মামলার আর কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি দেশটির কাছ থেকে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাসোগি খুনের পরিকল্পনার ব্যাপারে জানতেন না বলে জানিয়েছেন সৌদি আরবের কর্মকর্তারা।