আকাশে লাইভ মিউজিক

চলন্ত ফ্লাইটে লাইভ মিউজিক
চলন্ত ফ্লাইটে লাইভ মিউজিক

ইন্দোনেশিয়ার সরকারি বিমান সংস্থা গারুদা আকাশে লাইভ অ্যাকুস্টিক মিউজিক চালু করেছে। তবে তা কেবল অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের জন্য।

এয়ার লাইনের মুখপাত্র এম ইখসান রোসান এএফপিকে বলেন, ৩৫ হাজার ফুট ওপরে যাত্রীরা এই সংগীত উপভোগ করতে পারবেন। ফ্লাইটে ভিন্ন স্বাদ নিতে আগ্রহী ব্যক্তিদের টানতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বুধবার জাকার্তা ও বালির মধ্যকার গারুদার একটি ফ্লাইটে প্রথম দুজন শিল্পী পরিবেশনা উপস্থাপন করেন। ১০ থেকে ১৫ মিনিট ধরে চলে এ পরিবেশনা। এর মধ্য দিয়ে প্রতিভাবান শিল্পীদের বের করে আনাই হবে মূল লক্ষ্য।

২০১৭ সালে মার্কিন এয়ারলাইন সাউথওয়েস্ট কিছু কিছু ফ্লাইটে লাইভ শো শুরু করেছিল। এতে যাত্রীদের মধ্যে একধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ কেউ বলেছিলেন, তাঁরা সহযাত্রীর সঙ্গে গল্প করাটা পছন্দ করেন। কেউ কেউ বলেন, লাইভ মিউজিকের কারণে তাঁদের পড়া বা ঘুমে ব্যাঘাত ঘটে।

গারুদা জানিয়েছে, এই কনসার্টের কারণে ফ্লাইটে যেন কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি না হয়, তা নিশ্চিত করতে তারা ব্যাপক আলোচনা করেছে। রোসান বলেন, ‘কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে শিল্পীকে তাঁর আসনে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া আছে।’