চীনে কয়লাখনির ছাদ ধসে নিহত ২১

চীনের শানজি প্রদেশে কয়লাখনির ছাদ ধসে ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি: এএফপি
চীনের শানজি প্রদেশে কয়লাখনির ছাদ ধসে ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি: এএফপি

চীনের উত্তরাঞ্চলে শানজি প্রদেশে একটি কয়লাখনির ছাদ ধসে ২১ জন নিহত হয়েছেন। আজ রোববার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বেসরকারি বাইজি মাইনিং কোম্পানির খনিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই খনিশ্রমিক।

চীনের গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ঘটনার সময় ওই খনিতে ৮৭ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২১ জন ভূগর্ভে আটকা পড়েন। পরে তাঁদের মৃত উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উদ্ধারকর্মীরা প্রথমে আটকে পড়া দুজন খনিশ্রমিককে উদ্ধারে তল্লাশি অভিযান চালান। এ সময় ১৯ জনকে মৃত অবস্থায় পান তাঁরা। পরে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। চীনে প্রায়ই ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে থাকে। রাষ্ট্রীয় মালিকানাধীন খনিগুলোর চেয়ে বেসরকারি মালিকানাধীন খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকায় এসব দুর্ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি খনিতে দুর্ঘটনায় ৭ জন নিহত হন, আহত হন ৩ জন। এর আগে গত অক্টোবরে শানডং প্রদেশে খনি দুর্ঘটনায় নিহত হন ২১ জন। চীনের ন্যাশনাল কোল মাইন সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশটির বিভিন্ন জায়গায় খনি দুর্ঘটনায় ৩৭৫ জন নিহত হয়েছেন।