সোনায় মোড়া মিষ্টি!

এটা যে–সে মিষ্টি নয়, প্রতি কেজি মিষ্টির দাম নয় হাজার রুপি! হবেই না বা কেন? মিষ্টিগুলো যে সোনায় মোড়ানো। ভাবছেন গল্প? গল্প নয়, সত্যি! তবে এই মিষ্টি খেতে চাইলে যেতে হবে ভারতের গুজরাট রাজ্যের সুরাটের প্রিন্স মিঠাইওয়ালা দোকানে।

সুরাট গুজরাটের শিল্পশহর। সিল্ক ও পোশাকশিল্পের জন্য বিখ্যাত। সেখানেই প্রিন্স মিঠাইওয়ালা দোকান। দাম বেশি হলেও মিষ্টির দোকানে ভিড় কম নয়। বিক্রিও হয় প্রচুর। সোনায় মোড়ানো এই মিষ্টির নাম ২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক।

মালিক ব্রিজ মিঠাইওয়ালা বলেন, প্রতিটি মিষ্টির ওপরই ২৪ ক্যারেট সোনার পাতের ফয়েল লাগিয়ে দেওয়া হয়েছে। দুধ, চিনি এবং নানা ফল দিয়ে এই মিষ্টি তৈরি। এটি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী।

মালিক বলেন, তাঁর দোকানে সিলভার ফয়েলে মোড়ানো মিষ্টিও রয়েছে। এগুলোর কেজি সাড়ে ৩০০ রুপি থেকে শুরু।

সোনায় মোড়ানো মিষ্টি দেখতে প্রতিদিনই লোকজন আসছেন। কেউ কিনছেনও। এক কেজি কেনার সামর্থ্য না থাকলেও অনেকে দুই থেকে চারটি মিষ্টি কিনছেন। সবারই এক কথা—সোনার মিষ্টি একটু চেখে নিচ্ছেন।