পরিচ্ছন্নতাকর্মী হতে প্রকৌশলী-এমবিএধারীদের হিড়িক!

ভারতে বেকারত্বের হার গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে খবর বেরিয়েছে। এটা যে কতটা সত্য, এর প্রমাণ মিলল তামিলনাড়ুর এক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সাড়া দেখে। রাজ্যের বিধানসভার সচিবালয়ে পরিচ্ছন্নতাকর্মীর ১৪ পদের বিপরীতে আবেদনকারীর তালিকায় আছেন ৪ হাজার ৬০০ প্রকৌশলী ও এমবিএ ডিগ্রিধারী।

আজ বুধবার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, ঝাড়ুদার পদে ১০টি ও পরিচ্ছন্নতাকর্মী পদে চারটি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গত বছরের ২৬ সেপ্টেম্বর। এর বিপরীতে এম টেক, বি টেক, কারিগরিতে ডিপ্লোমা ও এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করেছেন।

চাকরির যোগ্যতায় বলা হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যেকেউ আবেদন করতে পারবেন। তবে তাঁকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে মোট ৪ হাজার ৬০৭টি আবেদন গৃহীত হয়েছে, বাদ পড়েছে ৬৭৭টি আবেদন। গৃহীত আবেদনপত্রে উচ্চশিক্ষিতদের উপস্থিতি অনেক বেশি।