ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান

মোহাম্মদ জাভেদ জারিফ। ফাইল ছবি: রয়টার্স
মোহাম্মদ জাভেদ জারিফ। ফাইল ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় বলে এএফপির খবরে বলা হয়।

জারিফের উদ্দেশে লেখা চিঠিতে রুহানি বলেন, ‘আমি মনে করি আপনার এই পদত্যাগ জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই এটি অনুমোদন করতে পারলাম না।’ জারিফকে রুহানি আস্থাভাজন, সাহসী ও ধার্মিক বলে অভিহিত করেন।

গত মঙ্গলবার আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন জাভেদ জারিফ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জারিফ তাঁর পদত্যাগের ঘোষণা পোস্ট করেন। এ ঘোষণায় তিনি কারণ উল্লেখ করেননি।

তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হঠাৎ তেহরান সফরের কয়েক ঘণ্টা পরই জারিফ পদত্যাগপত্র জমা দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে নিজের সীমাবদ্ধতার জন্য জারিফ ক্ষমা প্রার্থনা করেন। তিনি ইরানের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান।

২০১৫ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হওয়ার ক্ষেত্রে জারিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে তাঁর দেশকে সরিয়ে নেন।