আটক ভারতীয় পাইলট যা বললেন...

পাকিস্তানে আটক ভারতীয় যুদ্ধ বিমানের পাইলট ‘অভিনন্দন’। ছবি: ভিডিও থেকে নেওয়া
পাকিস্তানে আটক ভারতীয় যুদ্ধ বিমানের পাইলট ‘অভিনন্দন’। ছবি: ভিডিও থেকে নেওয়া

পাকিস্তানের হাতে আটক ভারতীয় যুদ্ধবিমানের পাইলটের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বুধবার এক মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা চা পান করছেন আর নিজের নাম-পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন।

পাকিস্তানের দৈনিক ডন অনলাইনের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি নিজের নাম অভিনন্দন ও বাড়ি দক্ষিণ ভারতে বলে উল্লেখ করেন । এ সময় তিনি বলেন, ‘এখানে আমি সুচিকিৎসা পাচ্ছি।... ভারতেরও উচিত এমন পথ অনুসরণ করা।’

ভিডিওতে কেউ একজন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন আটক পাইলটকে। ওই ব্যক্তিকে পাইলট বলছেন, তিনি এখানে যে জবানবন্দি দিয়েছেন তা নিজ দেশে ফিরে যাওয়ার পর হেরফের করবেন না। পাকিস্তানি সেনারা তাঁকে খুব ভালোভাবে দেখাশোনা করছেন। আটক পাইলট প্রশ্নকর্তাকে মাঝে মাঝে ‘মেজর’ বলে সম্বোধন করেন।

যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পরমুহূর্ত সম্পর্কে ভারতীয় পাইলট বলছেন, ‘পাকিস্তানি সেনারা আমাকে বিমান বিধ্বস্তের স্থান থেকে উদ্ধার করে। এরপর সেনা কর্মকর্তাদের একটি ইউনিটে আমাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি আমার সেনাদের কাছেও এমন আচরণ প্রত্যাশা করি। আমি পাকিস্তানি সেনাদের ব্যবহারে অভিভূত।’

ভিডিওতে প্রশ্নকর্তা ও আটক পাইলটের কথোপকথন ছিল এমন—
প্রশ্নকর্তা: আপনার বাড়ি ভারতের কোথায়?
আটক পাইলট: দক্ষিণ ভারত
প্রশ্নকর্তা: আপনি কি বিবাহিত?
পাইলট: হ্যাঁ, আমি বিবাহিত।
প্রশ্নকর্তা: আমার ধারণা চা আপনার পছন্দ
পাইলট: এই চা-টা খুবই চমৎকার, ধন্যবাদ।
প্রশ্নকর্তা: আপনি কোন এয়ারক্রাফট চালাচ্ছিলেন?
পাইলট: দুঃখিত মেজর, আমি এই বিষয়টি খোলাসা করতে পারছি না। তবে আমি নিশ্চিত আপনি বিমানের ধ্বংসাবশেষ দেখে ইতিমধ্যেই তা জেনেছেন।

প্রশ্নকর্তা: (এই বিমান হামলায়) আপনার কি উদ্দেশ্য (মিশন) ছিল?
পাইলট: দুঃখিত, আমাদের (সেনা) পক্ষে এই বিষয়টি (যুদ্ধ সংক্রান্ত তথ্য) বলা সম্ভব নয়।

দেশ দুটির চলমান উত্তেজনার মধ্যে আজ বুধবার ভারতের দুটি ও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে পাকিস্তানের দাবি, তারা ভূপাতিত ওই দুই বিমানের এক পাইলটকে আটক করতে সক্ষম হয়। প্রথম দিকে ভারত বিষয়টি অস্বীকার করলেও পরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রবিশ কুমার তাঁদের একজন পাইলট জেট বিমানসহ নিখোঁজ হয়েছেন বলে স্বীকার করেন। এরপর পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলটকে নিরাপদে ফেরত পাঠানোর জন্য ইসলামাবাদের কাছে দাবি জানায় নয়াদিল্লি।