হত্যার হুমকি পেয়ে পালিয়েছেন শামীমা

শামীমা বেগম।
শামীমা বেগম।

যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক সদস্যকে বিয়ে করা বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগম (১৯) সিরিয়ার শরণার্থী শিবির থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের আইনজীবী।

আইনজীবী তাসনিম আখুঞ্জির বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান গত শুক্রবার এক খবরে বলেছে, জঙ্গিদের কাছ থেকে হত্যার হুমকির পর নিজের ও নবাগত সন্তানের নিরাপত্তার কথা ভেবে সন্তানকে নিয়ে পালিয়েছেন শামীমা। গত শুক্রবার ব্রিটিশ ট্যাবলয়েড সানের প্রকাশিত খবরে বলা হয়, নিজের দুর্দশার কথা প্রকাশ করায় জঙ্গিরা শামীমাকে হত্যার হুমকি দিয়েছে।

২০১৫ সালে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় যাওয়া শামীমা গত সপ্তাহে বলেন, তাঁর সন্তানের স্বার্থে তিনি নিজ দেশ যুক্তরাজ্যে ফিরতে চান। তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ তাঁকে যুক্তরাজ্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের নির্দেশ দেন।