গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের মৃত্যু

মনোহর পারিকর। ফাইল ছবি
মনোহর পারিকর। ফাইল ছবি

ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর মারা গেছেন। তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে হিন্দুস্তান টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় গোয়ার পানাজিতে তাঁর মৃত্যু হয়। এ রাজনীতিকের বয়স হয়েছিল ৬৩ বছর।

গত বছর তাঁর ক্যানসার ধরা পড়ে। কয়েক দিন ধরেই তাঁর শরীর খারাপ যাচ্ছিল। গতকাল শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গত বছরের ফেব্রুয়ারির পর থেকে তাঁকে গোয়া, মুম্বাই, দিল্লি এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একাধিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

গত জানুয়ারিতেই মুখ্যমন্ত্রী পারিকর বলেছিলেন, ‘শেষনিশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি গোয়ার সেবায় কাজ করে যাব।’

মনোহর পারিকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে তিনি বলেন, ‘গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী মনোহর পারিকরের মৃত্যুর ঘটনা শুনে গভীরভাবে মর্মাহত হয়েছি।’

কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন পারিকর।
প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব ছেড়ে ২০১৭ সালের ১৪ মে চতুর্থবারের মতো গোয়ার মুখ্যমন্ত্রীর পদে বসেন পারিকর। ২০১৪ সালের নভেম্বরে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী হন।