ত্রিপুরায় ভাঙন বিজেপিতে, উত্তর-পূর্ব ভারতে প্রচারে রাহুল

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়। ছবি: সংগৃহীত
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়। ছবি: সংগৃহীত

ভোটের মুখে ভারতের ত্রিপুরা রাজ্যে বড় ধরনের ভাঙন বিজেপিতে। দলের দুই হেভিওয়েট নেতা সদলবলে যোগ দিলেন কংগ্রেসে। কাল বুধবার ত্রিপুরা সফরে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস নেতাদের দাবি, কংগ্রেস সভাপতির হাত ধরে আরও চমক রয়েছে ত্রিপুরায়।

আজ মঙ্গলবারই অরুণাচল প্রদেশ দিয়ে শুরু হলো কংগ্রেস সভাপতির উত্তর-পূর্ব ভারতে প্রচার সফর। এদিনই তিনি মণিপুরেও দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। কংগ্রেসের পাশাপাশি রাজ্যে শাসনক্ষমতা হারানোর এক বছর পর ফের জয়ের গন্ধ পেতে শুরু করেছেন সিপিএম নেতারা।

আজ দুপুরে আগরতলায় কংগ্রেস ভবনে প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক যোগ দিলেন কংগ্রেসে। একই সঙ্গে কংগ্রেসে এলেন রাজ্যের সাবেক মন্ত্রী প্রকাশচন্দ্র দাশ, সিপিএমের কাউন্সিলর দেবাশিস সেনও। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোতকিশোর দেববর্মণের দাবি, ‘রাজ্যে এবার উল্টাই হবে। আসল উল্টাই হবে রাহুল গান্ধী এলে। এটা সেমিফাইনাল। ফাইনাল এখনো বাকি আছে।’ আরও বড় চমক অপেক্ষা করছে বলে দাবি করছেন ত্রিপুরার কংগ্রেস নেতারা। প্রসঙ্গত, ২৫ বছরের কমিউনিস্ট শাসনের অবসানে গত বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল, ‘চলো পাল্টাই’। এবার কংগ্রেসের স্লোগান, ‘চলো উল্টাই।’

কংগ্রেসের পাশাপাশি সিপিএমও বেশ তৎপর ত্রিপুরায় নিজেদের ক্ষমতা পুনরুদ্ধারে। এদিন বিশাল মিছিল নিয়ে আগরতলায় বামফ্রন্ট মনোনীত সিপিএমের পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত মনোনয়নপত্র দাখিল করেন। ত্রিপুরায় বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর প্রথম আলোকে বলেন, ‘পাল্টাই বা উল্টাইতে নয়, আমরা গোটা দেশে বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষের কাছে ভোট চাইছি।’ আর সিপিএম প্রার্থীর দাবি, এবারও তিনি জয়ের বিষয়ে এক শ শতাংশ নিশ্চিত।

শুধু ত্রিপুরাতেই নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্যেই কংগ্রেস ভালো ফল করবে বলে দাবি রাহুল গান্ধীর। এদিনই দুদিনের সফরে আসেন তিনি। সকালে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে জনসভায় তিনি বলেন, ‘আমার হৃদয়ে উত্তর-পূর্ব ভারতের জন্য রয়েছে আলাদা ভালোবাসা। এখানকার সমস্যা বোঝে একমাত্র কংগ্রেস। তাই ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধন বিল বাতিল করা হবে।’ ইটানগর থেকে তিনি উড়ে যান মণিপুরের রাজধানী ইম্ফলে। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বুধবার জনসভা করবেন তিনি। সেখান থেকে উড়ে আসবেন আগরতলায়। কংগ্রেসের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন রাহুল। সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতে নিজেদের ভালো ফল করতে মরিয়া কংগ্রেস।