নেপোলিয়নের প্রেমের চিঠি চড়া দামে বিক্রি

ইতিহাসের অন্যতম বীর যোদ্ধা ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টকে অনেকে লৌহ হৃদয়ের মানুষ বলে জানেন। তাবৎ বিশ্বের অনেক সুন্দরী রমণীকে তিনি শয্যাসঙ্গিনী করেছিলেন—এ কথাও সাক্ষ্য দেয় ইতিহাস। কিন্তু বিশেষ একজন নারীর প্রতি ছিল তাঁর আকুলতা। আর তিনি হলেন নেপোলিয়নের প্রথম স্ত্রী জোজেফিন। বিয়ের মাত্র দুই দিন পরই ইতালি অভিযানে গিয়ে স্ত্রী বিরহে ব্যাকুল হয়েছিলেন নেপোলিয়ন। নববধূ জোজেফিনকে যুদ্ধক্ষেত্র থেকে চিঠিও লিখেছিলেন তিনি। এমন তিনটি চিঠি এবার নিলামে উঠেছে ফ্রান্সে। মোট ৫ লাখ ১৩ হাজার ইউরোতে বিক্রি হয়েছে নেপোলিয়নের এই প্রেমের চিঠি। প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান ধু এই তথ্য জানিয়েছে।

১৭৯৬ সালে নিজের থেকে ছয় বছরের বড় জোজেফিনকে বিয়ে করেন নেপোলিয়ন। জোজেফিন ছিলেন বিধবা ও দুই সন্তানের জননী। তবে সুন্দরী ও আধুনিকা হিসেবে তাঁর জুড়ি ছিল না। একটি চিঠিতে দেখা যায়, নেপোলিয়ন লিখেছেন, ‘আমার আরাধ্য সুহৃদ, তুমি তোমার স্বামীকে একদম ভুলে গেছ। যদিও কাজ ও ক্লান্তির ভিড়েও আমি শুধু তোমার কথাই চিন্তা করি এবং তোমাকে কামনা করি।’ এপ্রিলে লেখা এক চিঠিতে দেখা যায়, নেপোলিয়ন জোজেফিনকে মিলানে তাঁর কাছে যেতে বলছেন। নেপোলিয়ন লিখেছেন, ‘আমি এখানে অনেক দূরে। একা। তুমি আমার কাছে, আমার বাহুতে আসো। প্রিয়তমা, আসছ তো?’