মুখ্যমন্ত্রীর পুত্রের সম্পদ ৬৬০ কোটি রুপি

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ও তাঁর ছেলে নকুল নাথ। ছবি: টুইটার
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ও তাঁর ছেলে নকুল নাথ। ছবি: টুইটার

ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথের সম্পদের পরিমাণ ৬৬০ কোটি রুপির ওপর। লোকসভার ভোটে গতকাল মঙ্গলাবার রাজ্যের ছিন্দাবারা আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন নকুল। ওই মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া অ্যাফিডেভিটে মুকুল জানান, তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের আর্থিক মূল্য ৬৬০ কোটি এক লাখ রুপি। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

নকুলের সম্পদের পরিমাণ তাঁর মা–বাবার সম্পদের চেয়ে পাঁচ গুণ বেশি। অ্যাফিডেভিটে কমলনাথের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ১২৪ কোটি রুপি।

কমল-পুত্র নকুল পেশায় ব্যবসায়ী। সেখান থেকে রাজনীতিতে আগমন তাঁর। অ্যাফিডেভিটে দেওয়া তথ্য অনুযায়ী, নকুলের অস্থাবর সম্পদের পরিমাণ ৬১৫ কোটি ৯৩ লাখ রুপি। নকুলের স্ত্রী প্রিয়া নাথের সম্পদের আর্থিক মূল্য ২ কোটি ৩০ লাখ রুপি। নকুলের স্থাবর সম্পদের আর্থিক মূল্য ৪২ কোটি ৭৭ লাখ টাকা। তবে তাঁর স্ত্রীর কোনো স্থাবর সম্পদ নেই।

অ্যাফিডেভিটে নকুল জানিয়েছেন, নকুলের এসব সম্পদের মধ্যে আছে নিজের ও যৌথ নামের ব্যবসায়, পরিবার পরিচালিত প্রতিষ্ঠান ও ট্রাস্ট। তবে এত সম্পদ থাকার পরও নকুল দম্পতির কোনো গাড়ি নেই।
নকুলের ২০১৭-১৮ অর্থবছরে দেওয়া আয়কর রিটার্ন অনুযায়ী, তাঁর বার্ষিক আয় পৌনে তিন কোটি রুপি। আর স্ত্রীর আয় চার কোটি রুপির বেশি।