৯৯ বছর বয়সে স্কুলে

ইউসেবিয়া লিওনর করদাল
ইউসেবিয়া লিওনর করদাল

যে বয়সে মানুষ নাতি-নাতনি বা তাদের সন্তানদের স্কুলে পড়তে দেখেন, সেই বয়সে এক বৃদ্ধা স্কুলে যেতে শুরু করেছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ৯৯ বছর বয়সী এই বৃদ্ধার নাম ইউসেবিয়া লিওনর করদাল।

ইউসেবিয়া খুব অল্প বয়সে মাকে হারান। আরও অনেক সমস্যার কারণে প্রাথমিকের চৌকাঠ মাড়ানো হয়নি তাঁর। তবে জীবনের নানা চড়াই-উতরাই পড়ালেখার প্রতি তাঁর টান দুর্বল করতে পারেনি। অদম্য ইচ্ছা থেকে তিনি ভর্তি হয়েছেন বুয়েনস এইরেসের ল্যাপ্রিদায় বয়স্কদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিদ্যালয়ে যান। নতুন করে শিক্ষাজীবন শুরুর পর এক দিনও স্কুল কামাই করেননি।

ইউসেবিয়া বলেন, ‘বৃদ্ধ হলে স্মৃতিশক্তি কমে যায়। স্কুলে প্রথম যেদিন আসি, পড়তে-লিখতে যা শিখেছিলাম, দেখলাম সবই ভুলে গেছি।’ তিনি কম্পিউটার শিখবেন বলে পরিকল্পনা করেছেন।