ক্রাইস্টচার্চে হামলার ৩৩ দিন পর 'সন্ত্রাসের হুমকি' কমল

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । এতে ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। ছবি: রয়টার্স
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । এতে ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ৩৩ দিন পর ‘সন্ত্রাসের হুমকি’ কমিয়ে ‘মধ্যম’ মাত্রায় নিয়ে এসেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার নিউজিল্যান্ডের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

মধ্যম মাত্রা হলো সন্ত্রাসী হামলা হতে পারে, আবার না–ও হতে পারে। এখন থেকে পুলিশ আর নিয়মিত আগ্নেয়াস্ত্র বহন করবে না।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । এতে ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। ঘটনার পর অস্ট্রেলিয়ার এক নাগরিককে আটক করা হয়।

এ ঘটনার পর দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সন্ত্রাসী হুমকির সর্বোচ্চ স্তর জারি করা হয়। এরপর হুমকির স্তর ক্রমাগত পর্যালোচনা করে দেশটির কম্বাইন্ড থ্রেট অ্যাসেসমেন্ট গ্রুপ। তারা বলছে, ঝুঁকি এখন কিছুটা কম। তবে এখনো আবার হামলা হওয়ার ঝুঁকি সাধারণ সময়ের চেয়ে বেশি।

এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, তাঁর দেশের নিরাপত্তাই হলো সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, হুমকির স্তর এখন ‘মাঝারি’ অবস্থায়। এখন কোনো হুমকি রয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো এমনটা বলছে না। তবে বিভিন্ন অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি অব্যাহত রাখা হবে।

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় নিহত ব্যক্তিদের সম্মানে আগামী সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম। তাঁর আসন্ন সফরের বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে যাবেন উইলিয়াম। ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন তিনি। এ ছাড়া মুসলিম কমিউনিটির সঙ্গেও কথা বলবেন রাজপুত্র।