ছবিতে রক্তাক্ত শ্রীলঙ্কা

যিশুর পুনরুত্থান দিবস বা ইস্টার সানডের আনন্দ নিমেষে শোকাবহ দিনে পরিণত হলো। গতকাল রোববার এই বিশেষ দিনটিতে শ্রীলঙ্কার তিনটি হোটেল ও গির্জায় চারটি বোমা হামলা হয়। পরের ২০ মিনিটে আরও দুটি বোমা হামলা হয়। বিকেলের দিকে চতুর্থ হোটেল ও একটি বাড়িতে বোমা হামলা হয়। হামলায় কমপক্ষে ২৯০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জন বিদেশি বলে জানিয়েছে বিবিসি। সিরিজ হামলায় আহত মানুষের সংখ্যা চার শতাধিক। নিহত লোকজনের স্মরণে বিভিন্ন দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি। গত দুদিনের কিছু ছবি।
১ / ৭
বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত একটি গির্জা। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২১ এপ্রিল। ছবি: রয়টার্স
বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত একটি গির্জা। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২১ এপ্রিল। ছবি: রয়টার্স
২ / ৭
যিশুর মূর্তির গায় রক্তের দাগ। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২১ এপ্রিল। ছবি: রয়টার্স
যিশুর মূর্তির গায় রক্তের দাগ। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২১ এপ্রিল। ছবি: রয়টার্স
৩ / ৭
হামলার ক্ষত দেয়ালে, প্রতিমায়। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
হামলার ক্ষত দেয়ালে, প্রতিমায়। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
৪ / ৭
হামলার পর সেইন্ট সেবাস্টিয়ান গির্জায় আলামত সংগ্রহ করছেন পুলিশের সদস্যরা। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
হামলার পর সেইন্ট সেবাস্টিয়ান গির্জায় আলামত সংগ্রহ করছেন পুলিশের সদস্যরা। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
৫ / ৭
বোমা হামলায় নিহত লোকজনের স্বজনদের আহাজারি। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
বোমা হামলায় নিহত লোকজনের স্বজনদের আহাজারি। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
৬ / ৭
হামলায় স্বজনকে হারিয়ে পাগলপ্রায় এক নারী। কলম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
হামলায় স্বজনকে হারিয়ে পাগলপ্রায় এক নারী। কলম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
৭ / ৭
সন্ত্রাসী হামলায় নিহত মেয়ের জন্য শোকাহত মা। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
সন্ত্রাসী হামলায় নিহত মেয়ের জন্য শোকাহত মা। নেগোম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স