শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ৩১০, এ পর্যন্ত গ্রেপ্তার ৪০

হামলায় স্বজনকে হারিয়ে শোকাহত এক নারী। কলম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
হামলায় স্বজনকে হারিয়ে শোকাহত এক নারী। কলম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কায় একের পর এক বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩১০–এ পৌঁছেছে। পুলিশ বলছে, স্থানীয় সময় গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হামলায় আহত বেশ কয়েকজন মারা যান। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র রুয়ান গানাসেকারা এক বিবৃতিতে বলেছেন, হামলায় প্রায় ৫০০ জন আহত হয়েছেন। তিনি বলেন, হামলায় জড়িত সন্দেহে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি হোটেল ও আরও কয়েকটি জায়গায় একের পর এক বোমা হামলা হয়। হামলার জন্য শ্রীলঙ্কার সরকার স্থানীয় ইসলামি চরমপন্থী দল ন্যাশনাল তাওহিদ জামায়াতকে (এনটিজে) দায়ী করেছে। তাদের সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশ রয়েছে বলে মনে করছে দেশটির সরকার।

গতকাল পুলিশকে উদ্ধৃত করে এএফপির খবরে জানানো হয়, আটক করা সবাই এনটিজে দলের।