২০ রুপির নতুন নোট আনছে ভারত

বাজারে ২০ রুপি মূল্যমানের নতুন নোট আনতে চলেছে ভারত। নতুন নোট দেখতে হবে এমন। ছবি: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সৌজন্যে
বাজারে ২০ রুপি মূল্যমানের নতুন নোট আনতে চলেছে ভারত। নতুন নোট দেখতে হবে এমন। ছবি: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সৌজন্যে

বাজারে ২০ রুপি মূল্যমানের নতুন নোট আনতে চলেছে ভারত। নতুন এই নোটের সামনের অংশে থাকছে মহাত্মা গান্ধীর ছবি। শুক্রবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। খুব শিগগির এই নোট বাজারে ছাড়া হবে বলেও জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষরসংবলিত নতুন এই ২০ রুপির নোটটি হবে সবুজাভ-হলুদ রঙের। নতুন নোট বাজারে ছাড়া হলেও ২০ রুপির পুরোনো নোটগুলোও একই সঙ্গে বাজারে থাকবে।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘নতুন এই নোটের পেছন অংশে ইলোরা গুহার প্রতিকৃতি থাকবে, যা কিনা ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধিকে তুলে ধরবে।’ নতুন নোটে অশোক স্তম্ভের জলছাপ থাকবে। থাকবে নোট ছাপা হওয়ার সালও। এ ছাড়া ভারত সরকারের নেওয়া ‘স্বচ্ছ ভারত কর্মসূচি’র লোগো থাকবে নতুন নোটে।