মোদির মগজে কিছু নেই: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনায় মুখর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মোদির মগজে কিছু নেই, আছে শুধু মরুভূমি। আর আছে দাঙ্গা ছড়ানোর কৌশল।

আজ সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদায় এক নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী এ কথা বলেন।

ভারতের নির্বাচনে নিয়ামক ভূমিকা পালন করে উত্তর প্রদেশ রাজ্য। এ রাজ্যে আসনসংখ্যা ৮০।

আজ মমতা বলেছেন, ‘এবার উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে মোদি ১৩টি আসন পায় কি না, তা নিয়ে সন্দেহ। এ অবস্থায় তিনি কীভাবে সরকার গড়বেন? দক্ষিণ ভারতে তো মোদি একটি আসনও পাবে না। বাংলায় শূন্য। তা নিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন মোদি?’

মমতা আরও বলেন, ‘মোদি দেখাক না এই বাংলায় এনআরসি (নাগরিক নিবন্ধন) প্রয়োগ করে। হাত লাগিয়ে দেখাক মোদি, জবাব পাবে মোদি। বিদায় নেবে বাংলা থেকে।’ বলেন, ‘এই বাংলায় এনআরসি করতে দেব না।’

মমতা মোদিকে কটাক্ষ করে বলেন, ‘বিজেপি তো হিন্দুধর্মের বদনাম করে। এই বিজেপি পাঁচ বছরে রামমন্দির গড়তে পারেনি। ওরা আবার বড় কথা বলে।’

মমতা বিজেপির সমালোচনা করে বলেন, ‘ওরা ভোট এলে রাম নাম নিয়ে ভোটভিক্ষে করে। ওরা তো বসন্তের কোকিল। ওরা গান্ধীজিকে হত্যা করে এখন হিন্দুত্ব দেখাচ্ছে।’