চালিয়ে দেখার কথা বলে কোটি টাকার ফেরারি নিয়ে চম্পট

জার্মানির ডুসেলডর্ফ শহরে অভিনব কায়দায় ফেরারি গাড়ি চুরির এ ঘটনা ঘটেছে৷ ছবি: এএফপি
জার্মানির ডুসেলডর্ফ শহরে অভিনব কায়দায় ফেরারি গাড়ি চুরির এ ঘটনা ঘটেছে৷ ছবি: এএফপি

ফেরারি গাড়ি কেনার আগে চালিয়ে দেখতে চাইলেন ক্রেতা। গাড়ির মালিকও চাবি দিয়ে দিলেন। গাড়ি চালু হতেই একটান। আর ফিরে এলেন না সেই ক্রেতা। জার্মানিতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, পুরোনো ফেরারি গাড়ির দাম বাড়তির দিকে দেখে মালিক ঠিক করলেন গাড়িটি বিক্রি করে দেবেন৷ যেই চিন্তা সেই কাজ। বিজ্ঞাপন দিলেন কাগজে ও ওয়েবসাইটে। তা দেখে ওই গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন এক ব্যক্তি৷ গাড়ি দেখার পর পরীক্ষামূলকভাবে চালাতে চান তিনি৷ গ্রাহক যখন চালকের আসনে বসে গাড়ি চালু করেন, তখন বাইরেই দাঁড়ানো ছিলেন মালিক৷ একপর্যায়ে হুট করে গাড়ি চালিয়ে উধাও হয়ে যান চালকের আসনে বসা সেই ব্যক্তি৷ হতভম্ব হয়ে দাঁড়িয়ে শুধু চেয়ে চেয়ে দেখলেন গাড়ির মালিক৷ অভিনবভাবে ফেরারি গাড়ি চুরির এ ঘটনা ঘটেছে জার্মানির ডুসেলডর্ফ শহরে৷

মালিক গাড়ি চোরকে ধরতে না পেরে খবর দেন পুলিশে৷ তদন্ত শুরু করলেও চোরকে ধরতে পারেনি পুলিশ৷ গাড়ি নিয়ে পালানোর সময় কোনো চিহ্ন পর্যন্ত রেখে যাননি ওই ব্যক্তি৷ শুধু প্রথম সাক্ষাতে মালিকের সঙ্গে তোলা তার একটি ছবি আছে। সেই ছবি ধরেই চলছে পুলিশে সন্ধান৷

ফেরারি নিয়ে উধাওয়ের সময় ওই ব্যক্তি ছবি ছাড়া কোনো ধরনের চিহ্ন রেখে যাননি। চোরকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ৷ ১৯৮৫ সালের মডেলের দুর্লভ ওই ফেরারি গাড়িটি একসময় ব্রিটিশ রেস ড্রাইভার এডি ইরভিনের মালিকানায় ছিল৷ গাড়িটির বর্তমান দাম ২ মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় যা ১৮ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।