বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে?

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপের ফল সত্যি হতে চলেছে। ভোট গণনা শুরু হওয়ার তিন ঘণ্টা পর এগিয়ে থাকার প্রবণতায় এমনটাই মনে হচ্ছে। ইতিমধ্যে লোকসভার ৫৪২টি আসনের সব কটি আসনের গণনার চিত্র তুলে ধরে এনডিটিভি বলছে, ৩২৫টি আসনে এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এখানে বিজেপি একাই ২৭৫টি আসনে এগিয়ে আছে। ভারতে ক্ষমতায় যাওয়ার ম্যাজিক সংখ্যা ২৭২ আসন।

বিরোধীরা ঝুলন্ত পার্লামেন্ট হবে বলে যে প্রচার চালিয়েছিল, সেই ধারণা ক্রমে ফিকে হয়ে আসছে। নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। ইতিমধ্যে মোদিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন দলের শীর্ষ নেতারা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটবার্তায় মোদিকে শুভেচ্ছা জানান।

এ পর্যন্ত এগিয়ে থাকার প্রবণতায় দেখা যায়, বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১০৬ আসনে এগিয়ে। অন্য বিরোধী দলগুলো এগিয়ে আছে ১১২ আসনে। কংগ্রেস ভোট লড়াইয়ে পিছিয়ে থাকলেও আগেরবারের চেয়ে ৪১টি আসনে এগিয়ে আছে।

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বড় ধাক্কার প্রহর গুনছে। এ রাজ্যে ৪২টি আসন। এর মধ্যে ২১টি আসনে এগিয়ে তৃণমূল। আর যে বিজেপি গতবার দুটি আসন পেয়েছিল, তারা এগিয়ে ১৮ আসনে।

এ রাজ্যে পশ্চিমবঙ্গের তারকা প্রার্থীদের মধ্যে মিমি চক্রবর্তী, নুসরাত, নায়ক দেব এগিয়ে আছেন। বিজেপির প্রার্থী রাজ্যের আসানসোল আসনে এগিয়ে আরেক তারকা মুনমুন সেনের চেয়ে। মুনমুন সেন তৃণমূলের প্রার্থী।

ভারতের হিন্দি বলয় নির্বাচনে বড় প্রভাব রাখে। দেশটির সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে বিজেপি ৫৩ আসনে এগিয়ে আছে। এ রাজ্যে তারা ৭১ আসন পেয়েছিল। সেই তুলনায় বিজেপির আসন কমেছে। তবে বিজেপিকে ধাক্কা দিতে রাজ্যের দুই চিরপ্রতিপক্ষ বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি যে জোট বেঁধেছিল, তা দৃশ্যত ব্যর্থ হয়েছে। যদিও বহুজন ও সমাজবাদী পার্টি এবার যথাক্রমে ১৫ এবং ৭টি আসনে এগিয়ে আছে। এ রাজ্যে কংগ্রেস দুই আসনে এগিয়ে।

যে রাজ্যগুলোয় ক্ষমতায় কংগ্রেস আছে, সেগুলোতেও বিজেপি এবার ভালো ফল করেছে। এর মধ্যে কর্ণাটকে ভূমিধস বিজয়ের পথে বিজেপি। রাজ্যের ২৮ আসনের মধ্যে ২৩টিতে এখন এগিয়ে বিজেপি। মধ্যপ্রদেশেও এগিয়ে বিজেপি। ওডিশায় গতবারের মোদিঝড়েও বিজেপি ভালো করতে পারেনি। এবার এ রাজ্যে ১০ আসনে এগিয়ে বিজেপি।

রাজ্যগুলোর মধ্যে শুধু কেরালায় এখন এগিয়ে কংগ্রেস। এ রাজ্যে এখন বামপন্থীরা ক্ষমতায়। রাজ্যের ২০ আসনের মধ্যে ১৮টিতেই কংগ্রেস এগিয়ে। দুটিতে বামপন্থীরা। বিজেপি এ রাজ্যে কোনো আসন পাচ্ছে না বলেই মনে করা হচ্ছে।