নারী এমপিকে চড় মারায় পুরুষ এমপি গ্রেপ্তার

কেনিয়ার পার্লামেন্ট। ছবি: রয়টার্স
কেনিয়ার পার্লামেন্ট। ছবি: রয়টার্স

কেনিয়ায় এক নারী এমপিকে চড় মারার অভিযোগে এক পুরুষ এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাজধানী নাইরোবিতে পার্লামেন্ট ভবনের গাড়ি রাখার স্থানে এই চড় মারার ঘটনা ঘটে বলে অভিযোগ।

গ্রেপ্তার করা পুরুষ এমপির নাম রশিদ কাসিম। নারী এমপির নাম ফাতুমা গেদি।

রশিদ কাসিমের অভিযোগ, তাঁর নির্বাচনী এলাকার জন্য ফাতুমা গেদি অর্থ বরাদ্দ দেননি।

কেন অর্থ বরাদ্দ দেননি, তা নিয়ে পার্লামেন্ট ভবনের গাড়ি পার্কিংয়ের স্থানে রশিদ কাসিম ও ফাতুমা গেদির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফাতুমা গেদিকে রশিদ কাসিম চড় মারেন বলে অভিযোগ।

হামলার শিকার হওয়ার পর ফাতুমা গেদির একটি ছবি টুইটারে ব্যাপকভাবে শোয়ার হচ্ছে। ছবিতে দেখা যায়, তিনি কাঁদছেন। মুখে রক্ত।

পরে পার্লামেন্টে পুরুষ এমপিরা এ ঘটনা নিয়ে নারী এমপিদের ব্যঙ্গ করেন।

প্রতিবাদে নারী এমপিরা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন। তাঁরা চড় মারার অভিযোগে রশিদ কাসিমকে গ্রেপ্তারেরও দাবি জানান। পরে রশিদ কাসিমকে গ্রেপ্তার করা হয়।