প্রতি ৩০ জন হজযাত্রীর জন্য দিতে হবে একজন পরিচ্ছন্নতা কর্মী

প্রতি ৩০ জন হজযাত্রীর জন্য একজন করে পরিচ্ছন্নতা কর্মী সরবরাহের নির্দেশ দিয়েছে সৌদি আরব। সম্প্রতি দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ সম্পর্কিত মন্ত্রণালয়। এরই মধ্যে বিভিন্ন হজ কোম্পানিকে এ নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।

সৌদি গেজেটে প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে সৌদি নাগরিক হতে হবে। মূলত হজের সময় মক্কা, মদিনা ও অন্যান্য পবিত্র স্থাপনা পরিষ্কার রাখার জন্যই এই নতুন নির্দেশ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ সম্পর্কিত মন্ত্রণালয়।

নতুন বিজ্ঞপ্তিতে হজ ও ওমরাহ সম্পর্কিত মন্ত্রণালয় বলেছে, সব পরিচ্ছন্নতা কর্মীর জন্য হজ কোম্পানিদের পরিচয়পত্র সরবরাহ করতে হবে। একই সঙ্গে সব হজযাত্রীদের জন্যও পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে হজযাত্রীদের হাতে তাদের নাম, জাতীয়তা, সৌদি আরবে থাকার জায়গা প্রভৃতি তথ্য সংবলিত ব্রেসলেট থাকতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ সম্পর্কিত মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও বলেছে, হজ উপলক্ষে বিভিন্ন কোম্পানিকে মৌসুমি লাইসেন্স দেওয়ার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে।