'সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণ করতে হবে সরকারকেই'

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বিভিন্ন দেশের সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণের এই ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজেদের ওপর ছেড়ে দেওয়া যাবে না। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান (গ্লোবাল অ্যাফেয়ার্স) ও যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী ক্লেগ গতকাল এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে ক্লেগ বলেন, বেসরকারি প্রতিষ্ঠান বড় বা ছোট যা-ই হোক সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য যেসব আইনকানুনের প্রয়োজন সেগুলো প্রণয়ন করার দায়িত্ব তাঁদের নয়। গণতান্ত্রিক বিশ্বব্যবস্থায় এই দায়িত্ব গণতন্ত্রকামী রাজনীতিবিদদেরই।

যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা ক্লেগ আরও বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তথ্যের গোপনীয়তা রক্ষা, নির্বাচনী নিয়মনীতি মানাসহ বিভিন্ন বিষয়ে নতুন আইনকানুন প্রণয়নের জোরালো প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, একই সময়ে ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর উচিত নিয়মকানুন প্রণয়নে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে একটি পরিপক্ব ভূমিকা রাখা।