১ হাজার বছর পর জঙ্গলে ভালুক-নেকড়ে একসঙ্গে

ইউরোপীয় বাদামি ভালুক।  ছবি: গার্ডিয়ান
ইউরোপীয় বাদামি ভালুক। ছবি: গার্ডিয়ান

যুক্তরাজ্যের ব্রিস্টলে ১০ হাজার বর্গমিটারের একটি গাছশোভিত বন। যেখানে ১ হাজার বছরের বেশি সময় পর ভালুক ও নেকড়ে সহাবস্থান করতে যাচ্ছে। এই ছোট বনের নাম দেওয়া হয়েছে ‘ভালুক অরণ্য’। ব্রিস্টল জুওলজিক্যাল সোসাইটির ওয়াইল্ড প্লেস প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে খরচ হচ্ছে লাখ লাখ পাউন্ড। 

উদ্যোগের অংশ হিসেবে গতকাল বুধবার ইউরোপীয় বাদামি ভালুক ও ধূসর নেকড়ে একসঙ্গে ছাড়া হয়েছে ভালুক অরণ্যে। এই দুই প্রজাতিই আবার যুক্তরাজ্যে বিলুপ্তপ্রায়। বিজ্ঞানীরা জানান, প্রায় ১ হাজারের বেশি বছর আগে ইউরোপীয় বাদামি ভালুক বিলুপ্ত হয়েছে যুক্তরাজ্য থেকে। মধ্যযুগের কথা সেটি। আর ধূসর নেকড়ে বিলুপ্ত হয়েছে সতেরো শতকে। এই দুই প্রজাতি একসঙ্গে সর্বশেষ বনে সহাবস্থান করেছে, তারও হাজার বছর পেরিয়ে গেছে। 

ভালুক ও নেকড়ের খাবার ভিন্ন বলে এ বনে তারা প্রতিযোগিতা না করলেও মুখোমুখি হলে কী পরিস্থিতি তৈরি হবে—সেটি নিয়ে উত্তেজনা বোধ করছেন প্রাণী সংরক্ষণবিদেরা। লড়াই নাকি বন্ধুত্ব হবে—সে চিন্তায় এখন ঘুমও হারাম তাঁদের।