ভারতে অনুপ্রবেশকারী গ্রেপ্তারের শীর্ষে বাংলাদেশি

ভারতে গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীর সংখ্যায় শীর্ষে এখন বাংলাদেশি মানুষ। পশ্চিমবঙ্গে এই সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল মঙ্গলবার ভারতের সংসদ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে এ কথা জানানো হয়।

গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে গ্রেপ্তার হয়েছেন ৯ হাজার ৩২৩ জন বাংলাদেশি। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং পুলিশের হাতে গ্রেপ্তার হন তাঁরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এখন রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, এই পাঁচ বছরে ত্রিপুরা সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছেন ৫৮৩ জন বাংলাদেশি। অন্যদিকে, মেঘালয় সীমান্তে ২৭০ জন, আসাম সীমান্ত থেকে ৫৯ জন এবং মিজোরাম সীমান্ত থেকে ১৪ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে। তবু অবৈধভাবে প্রবেশকারী ব্যক্তিদের ঠেকানো যাচ্ছে না।